সেখান থেকেই তারা মিছিল করে পুরুলিয়া জেলাশাসক দফতরের কাছে এসে সমবেত হয়। আর এই কালা দিবসের সমাবেশ থেকেই আগামী ২০-শে সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামার কথাও জানান কুড়মি নেতৃত্বরা। এ বিষয়ে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাত জানান , এই দিনেই তাদেরকে সরকারিভাবে তপশিলি তালিকা থেকে বঞ্চিত করা হয়েছিল। তাই এই দিনটিকে তারা কালা দিবস হিসাবে পালন করেন। শুধু পুরুলিয়া নয় তাদের কুড়মি সমাজের মানুষেরা যে সকল জায়গায় রয়েছে সেখানেই তারা তারা এই কালা দিবস পালন করছেন।
advertisement
আরও পড়ুন: কয়েক ঘণ্টার মধ্যে দশটি বাড়ি তলিয়ে গেল গঙ্গা ভাঙনে! ভয়াবহ ভিডিও দেখলে আঁতকে উঠবেন
এই দিন থেকেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করলেন আগামী ২০ শে সেপ্টেম্বর তিন রাজ্যে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন গড়ে তোলার।দীর্ঘদিন ধরে এস টি তালিকাভুক্ত করার দাবিতে কুড়মিদের আন্দোলন চলছে। বহুবার তারা রেল ও সড়ক পথ অবরোধ করে সরকারের কাছে নিজেদের দাবি জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তাই নিজেদের দাবিকে সামনে রেখে পুনরায় ২০-শে সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ও সড়ক পথ বন্ধ করে অবরোধে নামতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ।
শমিষ্ঠা ব্যানার্জি