Viral Video: কয়েক ঘণ্টার মধ্যে দশটি বাড়ি তলিয়ে গেল গঙ্গা ভাঙনে! ভয়াবহ ভিডিও দেখলে আঁতকে উঠবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Viral Video: হঠাৎ ভয়াবহ ভাঙন। তলিয়ে গেল দশটি বাড়ি! বাড়ি ঘর থেকে আসবাবপত্র সরিয়ে নেওয়ার সময়টুকু মেলেনি।
মালদহ: হঠাৎ ভয়াবহ ভাঙন। চোখের সামনে একের পর এক বছর বাড়ি গঙ্গা গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে নিরব দর্শকের ভূমিকায় বাসিন্দারা। বাড়িঘর থেকে আসবাবপত্র সরিয়ে নেওয়ার সময়টুকু মেলেনি। কয়েক ঘণ্টায় প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে ব্যাপক হারে গঙ্গার ভাঙন শুরু। এই আতঙ্ক এলাকা জুড়ে ছড়িয়ে পড়তেই আশেপাশের বাসিন্দারা গ্রাম ছাড়তে শুরু করেছেন। শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টায় গ্রামের বাসিন্দারা। দুই দিন ধরে গ্রাম জুড়ে হাহাকার। মালদহের রতুয়া ১ ব্লকের ক্লান্তটোলা এলাকায় ভয়াবহ গঙ্গার ভাঙনে তলিয়ে গেল ১০টি বাড়ি।
এছাড়াও কয়েক বিঘা জমি, আম বাগানও ইতিমধ্যে গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয়েছে রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা এলাকায় গঙ্গার ভাঙন। আর বুধবার ভোর থেকেই কমপক্ষে ৫০টি পরিবার নিজেদের বাড়িঘরের সমস্ত আসবাবপত্র সরিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কান্ততলা গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে গঙ্গা। গত কয়েক বছর ধরেই সামান্য ভাঙন চলছিল এলাকায়। গত কয়েকদিন ধরে এই ভাঙ্গন ব্যাপক ভয়ংকর আকার ধারণ করেছে। আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধের কোন ব্যবস্থা করা হয়নি। দুই দিন ধরে ভয়াবহ ভাঙন সৃষ্টি হওয়ায় তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও। ভাঙন কবলিত এলাকায় শুরু হয়েছে বস্তা ফেলে ভাঙন রোধের কাজ।
advertisement
advertisement
দূর্গতদের পাশে দাঁড়াতেএদিন কান্তটোলা এলাকায় গঙ্গার ভাঙন পরিস্থিতি তদারকিতে যান মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, স্থানীয় বিধায়ক সমর মুখোপাধ্যায় সহ প্রশাসনের এক প্রতিনিধি দল। সভাধিপতি সেখানে দাঁড়িয়ে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের বিকল্প আশ্রয় ব্যবস্থার কথা জানিয়েছেন। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকার সরকারি স্কুলে থাকার ব্যবস্থা করার পাশাপাশি তাদের সবরকম সহযোগিতা করা এবং পুনর্বাসনেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত থেকে দফায় দফায় রতুয়া ১ ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা এলাকায় গঙ্গার ভাঙন শুরু হয়েছে। বুধবার ভোরে দশটি বাড়ি গঙ্গাগর্ভে তলিয়ে যায়। যদিও ভাঙনের আগাম আঁচ পেয়ে ওই পরিবারগুলি আগেভাগেই ঘরের জিনিসপত্র সরিয়ে নিয়েছিল । রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেন, আপাতত দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। তাদের পুনর্বাসনের জন্য আগামীতে ব্যবস্থা করা হবে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 10:04 PM IST