Durga Puja 2023: দুর্গা পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী! বিখ্যাত এই ক্লাবের থিম এবার 'হে দোলা'!

Last Updated:

Durga Puja 2023: হয়ে গেল খুঁটি পুজো! এই ক্লাবের পুজোর থিম অবাক করবে!

+
নন্দকুমার

নন্দকুমার এনএসসিসি ক্লাবের এবারের পুজোর থিম

নন্দকুমার: পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্লাবের এবারের পুজোর প্রস্তুতি শুরু হল। উৎসব ছাড়া বাঙালির জীবন অসম্পূর্ণ! ‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ।’ আর এর মধ্যে সবচেয়ে বড় পার্বণ হল দুর্গাপুজো। ৬ সেপ্টেম্বর বুধবার জন্মাষ্টমীর দিন নন্দকুমারে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বোধন হল। সাধারণত রথের দিন থেকে অনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের অপেক্ষার শুরু হয় বাংলা নানান প্রান্তে। রথের পাশাপাশি জন্মাষ্টমীর দিন খুঁটি পূজার মাধ্যমে দীর্ঘ উৎসবের সূচনা হয়। কলকাতা সহ বিভিন্ন জেলার ছোট কিংবা বড় বিভিন্ন পূজার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। এদিন নন্দকুমারের বিখ্যাত এন এস সি সি ক্লাবের পুজোর প্রস্তুতি শুরু হল।
নন্দকুমার এর এন এস সি সি ক্লাবের দুর্গাপূজা প্রথম শ্রেণির পুজো হিসেবে জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে। বিগত বছরগুলিতে ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে জেলায় এই ক্লাবের দুর্গাপুজোর গুরুত্ব অনেকটাই। এদিন খুঁটি পূজার মাধ্যমে ওই ক্লাব দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেছে। এই খুঁটিপুজো ধারণা এসেছে শত বছরের পুরানো রীতি থেকে। আগে পুজো মানে বনেদি বাড়ির পুজো। রথযাত্রার দিন থেকে বিভিন্ন ঠাকুরবাড়ির দালানগুলিতে প্রতিমার কাঠামো পূজার মধ্য দিয়ে শুরু হত দূর্গা পূজার প্রস্তুতি। বর্তমানে বড় বড় ক্লাবগুলিতে দুর্গাপূজা শুরু হয় খুঁটি পূজার দিন থেকে।
advertisement
advertisement
এ বছরের এই ক্লাবের পুজো ৯ বছরে পদার্পণ করল। এ বছরের তাদের থিম রয়েছে ‘হে দোলা’। পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। পুজো মণ্ডপের থিম ফুটে উঠবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্যার শিল্প ভাবনায়। দুর্গাপূজার পাশাপাশি সারা বছরই নানান সামাজিক কাজকর্ম যুক্ত থাকে এই ক্লাবটি। এদিনের খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক, নন্দকুমারের বিডিও এবং নন্দকুমার থানার ওসি সহ শিল্পী গৌরাঙ্গ পূজা এবং ক্লাবের সদস্যরা। পুজোর সহ সম্পাদক জানান এই খুঁটি পূজার মাধ্যমে তাদের এবারের দুর্গা উৎসবের বোধন শুরু হল। কলকাতা ছাড়িয়ে জেলায় জেলায় এখন বড় বাজেটের পুজোর চমক। ‘হে দোলা’ থিমের মাধ্যমে নন্দকুমার তথা জেলার মানুষকে চমক দিতে প্রস্তুতি শুরু করল নন্দকুমারের এন এস সি সি ক্লাব।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Durga Puja 2023: দুর্গা পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী! বিখ্যাত এই ক্লাবের থিম এবার 'হে দোলা'!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement