TRENDING:

Purulia News : তিন মাসের বেতন বাকি, ফের কর্মবিরতির ডাক দিলেন পৌরসভার কর্মীরা!

Last Updated:

পৌরসভার সাফাই কর্মীদের পর , এবার কর্মবিরতির ডাক দিল জলের দায়িত্বে থাকা অস্থায়ী কর্মীরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : পুরুলিয়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই কর্ম বিরতির ডাক দিল পুরুলিয়া পৌরসভার জলের দায়িত্বে থাকা অস্থায়ী কর্মীরা। এর ফলে জল সংকটের মধ্যে পড়তে চলেছে শহরের মানুষেরা।‌ উল্লেখ্য , বিগত বেশ কিছুদিন ধরে বকেয়া বেতনের দাবিতে পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন চলছিল। যার ফলে দুর্ভোগের মুখে সম্মুখীন হয়েছে শহরবাসী। ‌
advertisement

সেই রেশ কাটতে না কাটতেই এবার বকেয়া বেতনের দাবিতে কর্ম বিরতির ডাক দিল পুরুলিয়া পৌরসভার জলের পরিষেবার সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীরা। শুক্রবার থেকেই শুরু হয় তাদের কর্ম বিরতি। ‌এ বিষয়ে এক কর্মী জানিয়েছেন , বিগত তিন মাস ধরে তাদের বকেয়া বেতন বাকি রয়েছে। জল মানুষের জীবনে অতীব প্রয়োজনীয় তাই তারা তাদের কাজ চালু রেখেছিল শহরবাসীর কথা মাথায় রেখে। কিন্তু তিন মাস ধরে তাদের বকেয়া বাকি পড়ে , সম্প্রতি এক মাসের বেতন তাদের দেওয়া হলেও বাকি দু-মাসের বেতন বাকি পড়ে রয়েছে । তাই বাধ্য হয়েই তারা কর্ম বিরতির ডাক দিয়েছেন।

advertisement

আরও পড়ুন: ডেস্টিনেশনের নাম পাখি পাহাড়, মহিলা গাইডরা নিপুণ দক্ষতায় ঘোরান পর্যটকদের

এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালী বলেন , জলের পরিসেবার সঙ্গে যুক্ত রয়েছে ১৪০ জন অস্থায়ী কর্মী। ‌ পৌরসভার ভাড়ারে ঘাটতি পড়ার কারণে তাদের বকেয়া বাকি পড়ে রয়েছে। জলের পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ একটি বিভাগ। কর্মীদের কাছে কয়েকটা দিন সময় চাওয়া হয়েছে। ‌তাদের অনুরোধ করা হয়েছে তারা যাতে কাজ বন্ধ না করেন। ‌এরপরও যদি তারা কর্ম বিরতিতে অব্যাহত থাকেন তবে আগামী দিনে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।‌

advertisement

আরও পড়ুন: পুরুলিয়ায় আন্তঃরাজ্য মোবাইল চুরি চক্রের দুই পান্ডা গ্রেফতার

গ্ৰীষ্ণকালে পুরুলিয়া জেলার বেশিরভাগ জায়গাতেই জলের সমস্যা দেখতে পাওয়া যায়। জল খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। জলপরিসেবার সঙ্গে যুক্ত থাকা অস্থায়ী কর্মীরা কর্ম বিরোতিতে অব্যাহত থাকেন তবে চরম দুর্ভোগের শিকার হতে হবে শহরবাসীদের। শহরবাসীর সুবিধার্থে পুরুলিয়া পৌরসভার অনুরোধ জল বিভাগের সঙ্গে যুক্ত থাকা অস্থায়ী কর্মীরা মেনে নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

advertisement

শমিষ্ঠা ব্যানার্জ্জী

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : তিন মাসের বেতন বাকি, ফের কর্মবিরতির ডাক দিলেন পৌরসভার কর্মীরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল