Women's Day 2023: ডেস্টিনেশনের নাম পাখি পাহাড়, মহিলা গাইডরা নিপুণ দক্ষতায় ঘোরান পর্যটকদের

Last Updated:

পুরুলিয়া এই পর্যটন কেন্দ্রটিতে ট্যুর গাইডের কাজ করেন মহিলারা , জানেন কোথায়!

+
পাখি

পাখি পাহাড়ে গাইড মহিলারাই

পুরুলিয়া : কথায় আছে ‘‘যে রাঁধে সে চুলও বাঁধে।’’ ২১ শতকে নারীরা পুরুষের সঙ্গে সমান তালে পায়ে পা মিলিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। জেলা পুরুলিয়ার মহিলারাও আজ পুরুষের সঙ্গে কাঁধে , কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। পুরুলিয়া জেলার বলরামপুরের অন্যতম পর্যটন কেন্দ্র পাখি পাহাড়। অযোধ্যার পাশাপাশি পর্যটকদের পছন্দের ডেস্টিনেশনের তালিকায় জায়গা করে নিয়েছে পাখি পাহাড়। ‌
বছরের প্রায় বেশিরভাগ সময়টি এই পাখি পাহাড়ে পর্যটকদের ঢল নামে। তবে পুরুলিয়ার অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় পাখি পাহাড়ে পর্যটকে ভিড় জমাচ্ছে তার অন্য একটি কারণও রয়েছে। এই পাখি পাহাড়ে যে সকল ট্যুর গাইডরা রয়েছে তারা বেশির ভাগই মহিলা। স্বনির্ভর গোষ্ঠীর ৪১ জন মহিলারা মিলে ট্যুর গাইডের কাজ করছেন পাখি পাহাড়ে।
advertisement
advertisement
সামান্য টাকা বিনিময় তারা ঘুরিয়ে দেখাচ্ছেন পুরুলিয়ার পাখি পাহাড়। আর এই কারণেই পর্যটকেরা উৎসাহ নিয়ে ছুটে আসছেন পাখি পাহাড়ে। ‌ এ বিষয়ে মহিলা ট্যুর গাইডরা জানিয়েছেন , পুরুষের তুলনায় মহিলারা কোন অংশেই কম নয়। তাই পুরুষেরা যে কাজ পারে মহিলারা ও সেই কাজ করতে পারে। এই কাজ করে তারা পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
advertisement
পাখি পাহাড়ে ঘুরতে আসার পর্যটকরাও , পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মহিলাদের এইভাবে এগিয়ে আসতে দেখে খুশি। এই প্রথম পুরুলিয়ার কোন পর্যটন কেন্দ্রে মহিলা ট্যুর গাইড দেখতে পাওয়া গিয়েছে বলে জানান পর্যটকেরা।
Sarmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Women's Day 2023: ডেস্টিনেশনের নাম পাখি পাহাড়, মহিলা গাইডরা নিপুণ দক্ষতায় ঘোরান পর্যটকদের
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement