তার উপর রয়েছে মশা, মাছির ও পোকামাকড়ের উপদ্রব। এই বাঁধের জল ব্যবহার করে চর্মরোগ পর্যন্ত হয়ে যাচ্ছে। বারংবার রাজনৈতিক দলগুলিকে বাঁধ সংস্কারের বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোন রাজনৈতিক দলই দুলমি বাঁধ সংস্কারের জন্য এগিয়ে আসেনি। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী বলেন, দুলমি বাঁধ পৌরসভার নিজস্ব বাঁধ নয়। এটি একটি রায়তী বাঁধ। পৌরসভার কাছে এই ধরনের বাঁধ সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ নেই।
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়া জেলার জন্মদিনে সদর হাসপাতালে উদ্বোধন মা ক্যান্টিনের
কচুরিপানা পরিষ্কার করার জন্য কোন অর্থ বরাদ্দ হয় না পৌরসভা গুলিতে। তবুও জনস্বার্থে আমরা চেষ্টা করব এই বাঁধ সংস্কার করার। প্রতিশ্রুতি মিলেছে বহুবার তবুও হয়নি সংস্কার। বাঁধ সংস্কার না হওয়ায় জীবন দুর্বিসহ হয়ে উঠেছে দুলমি বাঁধের পাড়ে বসবাসকারী বাসিন্দাদের। কবে এই দুলমি বাঁধ সংস্কার হয়ে সুদিন আসবে তারই অপেক্ষায় রয়েছেন দুলমি বাঁধ সংলগ্ন এলাকার মানুষেরা।
Sharmistha Banerjee Bairagi