Purulia News: পুরুলিয়া জেলার জন্মদিনে সদর হাসপাতালে উদ্বোধন মা ক্যান্টিনের

Last Updated:

১৯৫৬ সালের ১ নভেম্বর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলার জন্ম দিবস হিসাবে এই দিনটিকে পালন করে হয়ে থাকে। এই ঐতিহাসিক দিনেই আনুষ্ঠানিকভাবে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে চালু হলো 'মা ক্যান্টিন'।

+
title=

#পুরুলিয়া : ১৯৫৬ সালের ১ নভেম্বর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলার জন্ম দিবস হিসাবে এই দিনটিকে পালন করে হয়ে থাকে। এই ঐতিহাসিক দিনেই আনুষ্ঠানিকভাবে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে চালু হলো 'মা ক্যান্টিন'। দুস্থ ও অসহায় মানুষদের পেটভরা আহারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এক অভিনব উদ্যোগ মা ক্যান্টিন। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়া পৌরসভাতেও মা ক্যান্টিনের পরিষেবা চালু ছিল। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে মা ক্যান্টিন সদর হাসপাতালে চালু করা হল।
মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম মিলবে এই মা ক্যান্টিনে। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী বলেন,পুরুলিয়া জেলার সবথেকে বড় হাসপাতাল দেবেন মাহাতো সদর হাসপাতাল। রোগী চিকিৎসা করাতে দূরদূরান্ত থেকে বহু মানুষ এই হাসপাতালে আসেন। অনেক ক্ষেত্রেই রোগীর আত্মীয়রা ঠিকঠাক ভাবে খাবার পান না। আর্থিক অসুবিধার কারণে অনেকেই রাস্তার পাশে বসে খাবার খান। তাই পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিন চালু হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ।
advertisement
আরও পড়ুনঃ জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি! তৎপর পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর
পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতাল চত্বরে মা ক্যান্টিনের উদ্বোধন হওয়ায় খুশি রোগীর আত্মীয়রা। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মা ক্যান্টিনে আসা গ্রাহকেরা। এই দিন পুরুলিয়া দেবেন মাহাতোর সদর হাসপাতালের মা ক্যান্টিনে আশা গ্রাহকদের নিজের হাতে খাবার পরিবেশন করেন পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দা ও দেবেন মাহাতো সদর হাসপাতালের এম এস ভিপি সুকোমল বিষয়ী। এই দিন সকলের সঙ্গে মিলে মা ক্যান্টিনে মধ্যাহ্নভোজন সারেন পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি সহ পৌরসভার কাউন্সিলররা।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: পুরুলিয়া জেলার জন্মদিনে সদর হাসপাতালে উদ্বোধন মা ক্যান্টিনের
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement