TRENDING:

Subhas Chandra Bose|| পুরুলিয়ায় নীলকন্ঠ নিবাসে থেকেছিলেন নেতাজি, আজও সেই স্মৃতি আঁকড়ে চট্টোপাধ্যায় পরিবার

Last Updated:

Netaji Subhash Chandra Bose: নেতাজি সুভাষচন্দ্র বসুর পা পড়েছিল পুরুলিয়া শহরে, উঠেছিলেন নীলকন্ঠ নিবাসে। তাঁর ১২৬ তম জন্মদিনে সেজে উঠেছে সেই বাড়িটিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: ইংরেজ শাসকদের ভিত নাড়িয়ে দেওয়া সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মদিন মহাসমারোহে পালিত হচ্ছে দেশজুড়ে। স্বাভাবিকভাবেই নিজের কৃতি সন্তানের জন্য বাংলায় উৎসাহ, উদ্দীপনা একটু বেশি। সেই তালিকায় বাদ নেই মানভূমি পুরুলিয়া। এই জেলার সঙ্গে সুভাষের বহু স্মৃতি জড়িয়ে আছে। পুরুলিয়ার নামোপাড়া এলাকার নীলকন্ঠ নিবাসে ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর রাত্রিযাপন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই স্মৃতি আজও সযত্নে রক্ষিত আছে।
advertisement

তথাকালীন পুরুলিয়া পুরসভার পুরপ্রধান তথা বিশিষ্ট আইনজীবী নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের আবেদনে সুভাষচন্দ্র বসু রাত্রি যাপন করেছিলেন নীলকন্ঠ নিবাসে। নীলকন্ঠ নিবাসের আনাচে-কানাচে নেতাজির স্মৃতি জড়িয়ে রয়েছে। মানভূমবাসীর কাছে আজও সেই দিনটি চির স্মরণীয় হয়ে আছে। ‌সোমবার সকাল থেকেই সাড়ম্বরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মদিন পালিত হচ্ছে পুরুলিয়ার আনাছে-কানাচে।

আরও পড়ুন: স্বাধীনতা আন্দোলনে বাঁকুড়ায় গিয়ে ছাত্রদের জন্য সভার সময় পিছিয়ে দিয়েছিলেন সুভাষ

advertisement

নীলকন্ঠ নিবাসেও তার ব্যতিক্রম হয়নি। ‌ নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও তাইকোন্ডা প্রদর্শনীর‌ও ব্যবস্থা রাখা হয়েছে। নেতাজির জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে গোটা নীলকন্ঠ নিবাস। তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা।

View More

পুরুলিয়া শহর শুধু নয়, জঙ্গল ঘেরা আদিবাসী প্রধান এই জেলার গ্রামে গ্রামেও সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সোমবার জাতীয় পতাকা উত্তোলন হয়। পাশাপাশি সারাদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

advertisement

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Subhas Chandra Bose|| পুরুলিয়ায় নীলকন্ঠ নিবাসে থেকেছিলেন নেতাজি, আজও সেই স্মৃতি আঁকড়ে চট্টোপাধ্যায় পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল