বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও সংস্কার দপ্তর রাজেশ রাঠোর-সহ প্রশাসনিক আধিকারিকেরা। এ বিষয়ে ইউনেস্কোর কন্টাক্ট বেসিস ইমপ্লিমেন্ট পার্টনার সিদ্ধাঞ্জন রায়চৌধুরী বলেন , পশ্চিমবঙ্গের একটি অন্যতম পর্যটন কেন্দ্র পুরুলিয়া। পুরুলিয়া চড়িদা গ্রাম পর্যটকদের পছন্দের একটি জায়গা। এই চড়িদার গ্রামের প্রায় ৩৫০ উপর ছৌ মুখোশ শিল্পী বসবাস করে। ছৌ নৃত্যের যেমন শ্রী বৃদ্ধি হয়েছে তার সঙ্গে সঙ্গে শ্রী বৃদ্ধি হয়েছে ছৌ মুখোশের। তাই এই মুখোশকে কেন্দ্র করেই গোটা একটি মেলার আয়োজন করা হয়ে থাকে। অনেক পর্যটকদের ঢল নামে এই মেলায়। শিল্পীদের হাতের কাজের বিকাশ ঘটে এই মেলাতে কেন্দ্র করে।
advertisement
আরও পড়ুন: পুরুলিয়া জেলা গ্রন্থাগারে শিশু উদ্যান, বইপ্রেমীদের লাইব্রেরিতে আনতে নয়া উদ্যোগ
আরও পড়ুন: ১৯ বছর পর ফের লেখাপড়া শুরু করে মেয়ের সঙ্গে কলেজে স্নাতক স্তরে পড়ছেন মা
বিগত দু-বছর করোনার কারণে এই মেলা বন্ধ ছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের এই বছর থেকে ছৌ মুখোশ মেলা পুনরায় চালু হল । শিল্পীদের প্রতিভাকে জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়। এই মেলাকে ঘিরে ছৌ মুখোশ শিল্পীদের উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
শর্মিষ্ঠা ব্যানার্জি