একটা সময় এই পুজো বাড়ির উঠানে তুলসি মঞ্চের নিচে হতে দেখা যেত , কিন্তু বর্তমানে মন্দিরে মনসা প্রতিমা রেখে তিন থেকে চার দিন ধরে চলে এই পুজো। এই তিন দিন মনসা মন্দির গুলিতে মাতৃ বন্দনায় মেতে ওঠে ভক্তরা। এ বিষয়ে এক মৃৎশিল্পী বলেন , পুরুলিয়া জেলাতে মনসা পুজো বিরাট ধুমধাম করে হয়। প্রতিবছরই মনসা প্রতিমার তৈরি করে থাকি আমরা। একেবারেই শেষ মুহূর্তের কাজ হচ্ছে। এই প্রতিমা বিক্রি করে কিছুটা হলেও লাভের আশা রয়েছে।
advertisement
আরও পড়ুন:
মনসা পুজো উপলক্ষে পুরুলিয়া জেলাতে একেবারেই সাজো ও সাজো রব। বাড়ি ও এলাকার বিভিন্ন মন্দির গুলি সেজে উঠেছে। মৃৎশিল্পীরাও প্রতিমা বিক্রির জন্য পসার জমিয়েছেন। কিছুটা লাভের আশায় রয়েছেন তারা।
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2023 7:45 PM IST