মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম মিলবে এই মা ক্যান্টিনে। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী বলেন,পুরুলিয়া জেলার সবথেকে বড় হাসপাতাল দেবেন মাহাতো সদর হাসপাতাল। রোগী চিকিৎসা করাতে দূরদূরান্ত থেকে বহু মানুষ এই হাসপাতালে আসেন। অনেক ক্ষেত্রেই রোগীর আত্মীয়রা ঠিকঠাক ভাবে খাবার পান না। আর্থিক অসুবিধার কারণে অনেকেই রাস্তার পাশে বসে খাবার খান। তাই পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিন চালু হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ।
advertisement
আরও পড়ুনঃ জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি! তৎপর পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর
পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতাল চত্বরে মা ক্যান্টিনের উদ্বোধন হওয়ায় খুশি রোগীর আত্মীয়রা। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মা ক্যান্টিনে আসা গ্রাহকেরা। এই দিন পুরুলিয়া দেবেন মাহাতোর সদর হাসপাতালের মা ক্যান্টিনে আশা গ্রাহকদের নিজের হাতে খাবার পরিবেশন করেন পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দা ও দেবেন মাহাতো সদর হাসপাতালের এম এস ভিপি সুকোমল বিষয়ী। এই দিন সকলের সঙ্গে মিলে মা ক্যান্টিনে মধ্যাহ্নভোজন সারেন পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি সহ পৌরসভার কাউন্সিলররা।
Sharmistha Banerjee Bairagi