আরও পড়ুন: বধূ খুনের ১২ বছর পর দোষী সাব্যস্ত প্রতিবেশী
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় প্রবেশের আগে এই প্রস্তুতি বৈঠক আয়োজিত হল পুরুলিয়ার সাহেব বাঁধ সংলগ্ন একটি বেসরকারি হোটেলে। এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সৌমেন বেলথরিয়া বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে ঘিরে যেভাবে জন জোয়ার বইতে চলেছে তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোন পথে মিছিল এগোবে, কোথায় কোথায় সভা হবে, কীভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে এই সমস্ত বিষয় নিয়েই আলাপ-আলোচনা হয়েছে। তিনি জানান, অভিষেকের এই সফরের ফলে জেলার কর্মী-সমর্থকদের মনোবল আরও চাঙ্গা হয়ে উঠবে।
advertisement
পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সফরে বের হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জেলাগুলি সেরে এবার তিনি দক্ষিণবঙ্গে প্রবেশ করেছেন। রবিবার তাঁর এই কর্মসূচি নিয়ে পুরুলিয়ায় পৌঁছবেন অভিষেক। জেলা তৃণমূল নেতৃত্বের আশা, অভিষেকের এই সফরের ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় দলের সংগঠন অনেকটা চাঙ্গা হয়ে উঠবে।
শমিষ্ঠা ব্যানার্জি