Jhargram News: বধূ খুনের ১২ বছর পর দোষী সাব্যস্ত প্রতিবেশী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAJU SING
Last Updated:
২০০৯ সালের ২৩ জুন ভোরবেলায় কদমাপাড়ার একটি ক্লাবের সামনে গ্রাম্য বিবাদের জেরে মামনি ওরফে রীনা রাজুয়া (৩২)-কে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিলেন রঞ্জিৎ কদমা।
ঝাড়গ্রাম: গ্রাম্য বিবাদে বধূ খুনের ১২ বছর পর সাজা ঘোষণা আদালতের। ২৩.০৬.২০০৯ তারিখে খুন হয়েছিলেন বিনপুরের কদমাপাড়ার রীনা রাজুয়া। সেই ঘটনার ১২ বছর পর ঝাড়গ্রাম জেলা আদালত একই গ্রামের বাসিন্দা রঞ্জিত কদমাকে দোষী সাব্যস্ত করে। এরপর বিচারক জানান ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের শাস্তি দেওয়া হচ্ছে রঞ্জিত কদমাকে।
২০০৯ সালের ২৩ জুন ভোরবেলায় কদমাপাড়ার একটি ক্লাবের সামনে গ্রাম্য বিবাদের জেরে মামনি ওরফে রীনা রাজুয়া (৩২)-কে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিলেন রঞ্জিৎ কদমা। এই ঘটনায় জড়িত বাকিরা হল অনুপ কদমা, নন্দ কদমা ও কার্তিক কদমা। লাঠির ঘায়ে জখম রীনা রাজুয়াকে বিনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওই দিনই দুপুর আড়াইটে নাগাদ তিনি মারা যান। ওই দিনই বিনপুর থানায় রঞ্জিৎ কদমা সহ তার সহযোগীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে মৃত বধূর পরিবার।
advertisement
advertisement
অভিযোগ পেয়ে পুলিশ ওই রাতেই গ্রেফতার করেছিল রঞ্জিৎ কদমাকে। অনুপ, নন্দ ও কার্তিক পরে গ্রেফতার হয়। যদিও খুনে অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে গিয়েছিল। এই মামলাতে পাঁচজন প্রত্যক্ষদর্শী সহ মোট আট জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তারই ভিত্তিতে আদালত রঞ্জিৎ কদমাকে দোষী সাব্যস্থ করে। বাকি তিন অভিযুক্ত উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গিয়েছে।
advertisement
রাজু সিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 2:08 PM IST