আরও পড়ুন: পুজোর পরেই খড়গপুর হাসপাতালে শুরু সিটি স্ক্যান ও ডায়ালিসিস
মাসখানেক আগেই একই দাবিতে কুড়মিদের আন্দোলনের সময় টানা বিচ্ছিন্ন হয়ে ছিল পুরুলিয়া সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা। আবার ততাঁরা আন্দোলনের ডাক দেওয়ায় ঝাড়খন্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা। কুড়মি সমাজের অন্যতম মাথা অজিত প্রসাদ মাহাত এই আন্দোলনের কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই বিষয়টি তাঁরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আগাম জানিয়েও দিয়েছেন। দুর্গাপুজোর আগে কুড়মিদের এই আন্দোলনের ফলে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ীরা।
advertisement
কুড়মিরা বেশ কিছুদিন ধরে তাদেরকে আদিবাসী সম্প্রদায় বলে স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলন করছে। প্রতিবারই তাদের আন্দোলনের জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, রাস্তা দিয়ে গাড়িও চলে না। ফলে বাকি রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা। এবারেও তেমনটা হতে পারে বলে আশঙ্কা।
শমিষ্ঠা ব্যানার্জি