ন্যাশনাল ট্রাইবুনালের কড়া নির্দেশ আছে, পুর এলাকায় যত্রতত্র আবর্জনা বা জঞ্জাল পড়ে থাকলে পুরসভাকে তার জন্য জরিমানা দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সেই নির্দেশিকাও ঘুম ভাঙাতে পারেনি ঝালদার পুরকর্তাদের। ঝালদাবাসীর এই সমস্যা নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, যেভাবে কাজ হওয়ার কথা ছিল সেইভাবে কাজ হয়নি। অন্যান্য পুরসভার তুলনায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা এই জায়গায় অনেকটাই পিছিয়ে আছে। কোনও কাজেই এখানে ঠিকভাবে হয় না।
advertisement
আরও পড়ুন: একই রুট দিয়ে বারবার কাঠ পাচার, অতিষ্ঠ হয়ে উঠেছেন বন কর্তারা
ডাম্পিং গ্রাউন্ড না থাকা এবং আবর্জনার এই সমস্যা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির ঝালদা শহর মণ্ডলের সভাপতি বিজয় ভকত বলেন, পুরসভা দখলকে কেন্দ্র করে শাসক-বিরোধী দলগুলির মধ্যে দ্বন্দ্বের কারণে এই দশা হয়েছে। ক্ষমতা হাতে পেলেই জনগণের সুবিধা-অসুবিধার কথা ভুলে যায় এই দলগুলো।
এদিকে ঝালদা পুরসভার উপ পুরপ্রধান পূর্ণিমা কান্দু বলেন, ডাম্পিং গ্রাউন্ডের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।