Siliguri News: একই রুট দিয়ে বারবার কাঠ পাচার, অতিষ্ঠ হয়ে উঠেছেন বন কর্তারা

Last Updated:

বুধবার সকালে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের জলপাইগুড়ি সংলগ্ন রানিনগর এলাকায় অভিযান চালিয়ে একটি কনটেনার আটক করে বনকর্মীরা। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫০ লক্ষ টাকার বার্মাটিক।

শিলিগুড়ি: একই রাস্তা দিয়ে লাগাতার কাঠ পাচারের ঘটনায় অতিষ্ট বন দফতর। বন কর্তাদের মতে জলপাইগুড়ির সংলগ্ন শিলিগুড়ি এখন কাঠ পাচারের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। বেলাকোবা রেঞ্জ ও শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে বের উদ্ধার হল ৫০ লক্ষ টাকার বার্মাটিক। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের জলপাইগুড়ি সংলগ্ন রানিনগর এলাকায় অভিযান চালিয়ে একটি কনটেনার আটক করে বনকর্মীরা। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫০ লক্ষ টাকার বার্মাটিক। গ্রেফতার করা হয় গাড়ির চালককে। ধৃত হরিয়ানার বাসিন্দা।
advertisement
advertisement
প্রসঙ্গত, বেলাকোবা রেঞ্জ ও শিলিগুড়ি এসটিএফের যৌথ অভিযানে মাঝে মধ্যেই এরকম কাঠ পাচার চক্রের হদিশ পাওয়া যাচ্ছে। আর সেটাই চোরা কারবারীদের কাছে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যদিও তাতে কাঠ পাচারে বিন্দুমাত্র ছেদ পড়ছে না।
বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, চালককে জেরা করা হয়েছে। তার থেকে জানা গিয়েছে গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। চালকের নাম অজিত রাও। তার বাড়ি হরিয়ানায়। তবে এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। মাঝে মধ্যেই এমন কাঠ পাচার হচ্ছে ওই এলাকা দিয়ে। আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বন দফতরের। তবে মূল পান্ডাকে ধরার সবরকম চেষ্টা চলছে। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: একই রুট দিয়ে বারবার কাঠ পাচার, অতিষ্ঠ হয়ে উঠেছেন বন কর্তারা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement