আরও পড়ুন: মনোনয়ন জামার শেষ দিনেই পুলিশের রুটমার্চ
এর উত্তর মীরা বাউরির একটি কাজের মধ্যেই লুকিয়ে আছে। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা পরিষদের ৮ নম্বর আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি। এর আগে দীর্ঘ ১০ বছর তিনি পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষ ছিলেন। কিন্তু এবার নতুন মুখকে সুযোগ দিতে গিয়ে তাকেঊ বাদ দিয়েছে দল। তবু হাল ছাড়তে নারাজ এই তৃণমূল নেত্রী। কীসের ভিত্তিতে তিনি দলের প্রতীক পাওয়ার আশা করছেন এই প্রশ্ন করতে মীরা বাউরি জানান, দলের পক্ষ থেকে তাঁকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বলা হয়। তাই তিনি শেষ দিন মনোনয়ন জমা দেন। আশা করছেন শেষ পর্যন্ত তাঁকেই প্রতীক দেবে দল। তবে তৃণমূলের প্রতীক না পেলে নির্দল প্রার্থী হিসেবে তিনি ভোটে লড়বেন না বলেই জানিয়েছেন। সেক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
advertisement
পুরুলিয়া জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৪৫। কিন্তু তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করলে দেখা যায় বিদায়ী জেলা পরিষদের ৭ জন কর্মাধ্যক্ষ সহ মোট ২৪ জন সদস্য বাদ পড়েছেন। বাদ পড়াদের মধ্যে অনেকে দলের উপর ক্ষুব্ধ হলেও মীরা বাউরি তৃণমূলের উপরই আস্থা রাখতে চাইছেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি