আরও পড়ুন: বর্ষাকালে বিদ্যুতের বিপদ থেকে বাঁচবেন কীভাবে? জানাতে শিবির হবে স্কুলে স্কুলে
পিএমএস নিধি ব্যাঙ্ক লোনের মাধ্যমে এলাকার ফুটপাতের সবজি বিক্রেতা, ছোট ছোট মুদিখানা ও স্টেশনারি দোকানদার, খাবারের দোকান, পোশাক ব্যবসায়ীরা উপকৃত হবেন। এই বিষয়ে ঝালদা পুরসভার পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায় বলেন, হকার ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্যই এই ঋণ প্রকল্প নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই পুরসভায় অনেকে নাম নথিভুক্ত করেছেন।
advertisement
এই লোনের আবেদনকারী এক ব্যবসায়ী জানান, তিনি প্রথমে ১০ হাজার টাকার ঋণের জন্য আবেদন করেছেন। দুর্গাপুজোর আগে এই লোন পেলে তাঁর অনেকটাই উপকার হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বেশ কিছু পর্যায়ে এই লোনের আবেদন করতে হবে। আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড এবং মোবাইল নম্বর থাকতে হবে। আগে কোনও ঋণ নিয়ে থাকলে বা সেই ঋণ পরিশোধ করা না হয়ে থাকলে এই পিএমএস নিধি লোনের জন্য আবেদন করা যাবে না। এই ঋণ পেতে হলে আবেদনকারীকে পুরসভার অফিসে এসে ঋণের জন্য দরখাস্ত করতে হবে। প্রথমে ১০ হাজার টাকার ঋণ পাওয়া যাবে ব্যাঙ্ক থেকে। যেটি এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এর জন্য সুদের উপর ৭ শতাংশ ভর্তুকি দেবে সরকার। সেই ঋণ শোধ করতে পারলে পরবর্তী ক্ষেত্রে আবার ২০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। সেটাও পরিশোধ করলে পাবেন ৫০ হাজার টাকা ঋণ।
শমিষ্ঠা ব্যানার্জি