TRENDING:

Purulia News: পুজোর আগে হকারদের জন্য দারুন সুযোগ! বদলে যেতে পারে জীবন

Last Updated:

হকারদের স্বনির্ভর করতে বিশেষ লোনের ব্যবস্থা রাজ্য সরকারের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: ফুটপাতের হকারদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এল রাজ্য সরকার। পিএম‌এস নিধি লোনের বিশেষ সুযোগ পেতে চলেছেন হকাররা। এই লোনের বিষয়ে হকারদের অবহিত করতে ঝালদা পুরসভা বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে। মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই লোনের ব্যবস্থা করা হয়েছে।
advertisement

আরও পড়ুন: বর্ষাকালে বিদ্যুতের বিপদ থেকে বাঁচবেন কীভাবে? জানাতে শিবির হবে স্কুলে স্কুলে

পিএম‌এস নিধি ব্যাঙ্ক লোনের মাধ্যমে এলাকার ফুটপাতের সবজি বিক্রেতা, ছোট ছোট মুদিখানা ও স্টেশনারি দোকানদার, খাবারের দোকান, পোশাক ব্যবসায়ীরা উপকৃত হবেন।‌ এই বিষয়ে ঝালদা পুরসভার পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায় বলেন, হকার ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্যই এই ঋণ প্রকল্প নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই পুরসভায় অনেকে নাম নথিভুক্ত করেছেন।

advertisement

এই লোনের আবেদনকারী এক ব্যবসায়ী জানান, তিনি প্রথমে ১০ হাজার টাকার ঋণের জন্য আবেদন করেছেন। ‌ দুর্গাপুজোর আগে এই লোন পেলে তাঁর অনেকটাই উপকার হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বেশ কিছু পর্যায়ে এই লোনের আবেদন করতে হবে। আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড এবং মোবাইল নম্বর থাকতে হবে। আগে কোনও ঋণ নিয়ে থাকলে বা সেই ঋণ পরিশোধ করা না হয়ে থাকলে এই পিএম‌এস নিধি লোনের জন্য আবেদন করা যাবে না। এই ঋণ পেতে হলে আবেদনকারীকে পুরসভার অফিসে এসে ঋণের জন্য দরখাস্ত করতে হবে। প্রথমে ১০ হাজার টাকার ঋণ পাওয়া যাবে ব্যাঙ্ক থেকে। যেটি এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এর জন্য সুদের উপর ৭ শতাংশ ভর্তুকি দেবে সরকার। সেই ঋণ শোধ করতে পারলে পরবর্তী ক্ষেত্রে আবার ২০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। সেটাও পরিশোধ করলে পাবেন ৫০ হাজার টাকা ঋণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: পুজোর আগে হকারদের জন্য দারুন সুযোগ! বদলে যেতে পারে জীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল