Dakshin Dinajpur News: বর্ষাকালে বিদ্যুতের বিপদ থেকে বাঁচবেন কীভাবে? জানাতে শিবির হবে স্কুলে স্কুলে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বর্ষাকালে বিদ্যুৎ থেকে বিপদের সংখ্যা বাড়ে। কিন্তু কীভাবে সেই বিপদ এড়াবেন তা জানাতেই শিবির আয়োজিত হল দক্ষিণ দিনাজপুরের স্কুলে
দক্ষিণ দিনাজপুর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা জেলাজুড়ে বেড়েই চলেছে। বিশেষ করে না বুঝে বিপজ্জনক জায়গায় হাত দিয়ে বিপদের মুখে পড়ছে অল্পবয়সীরা। তা এড়াতেই বিদ্যুৎ নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হল হিলি-তে।
শুক্রবার হিলির তিওর কৃষ্ণা অষ্টমী স্কুলে বিদ্যুৎ নিরাপত্তা বিষয়ক এই আলোচনা সভা আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেফটি অফিসার শুভদীপ ব্যানার্জি, অনির্বাণ সরকার, ম্যানেজার ইনচার্জ সহ বিদ্যুৎ দফতরের অন্যান্য আধিকারিকরা। তাঁরা বলেন, দুর্ঘটনাগুলো মূলত বাড়ির ভেতরেই ঘটে চলেছে। এই বিষয়ে কিছু অস্পষ্ট ধারণা বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে পরিবারের বড়দের সচেতন করার জন্য স্কুল পড়ুয়াদের বেছে নেওয়া হয়েছে। তারা সচেতন হলে সহজেই বাড়ির বড়দের বিষয়টি বুঝিয়ে বলতে পারবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে প্রায় তিনশোটির উপর স্কুল আছে। সবকটি স্কুলেই বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে এই বিষয়ে সচেতনতা শিবির করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। কারণ ভুলবশত বিদ্যুৎস্পৃষ্ঠ হলে অসাবধানতার কারণে অঙ্গহানি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হচ্ছে। বিদ্যুৎ দপ্তরের বিশেষজ্ঞদের অভিমত একটু সতর্ক থাকলেই এই সংক্রান্ত দুর্ঘটনাগুলো সহজেই এড়ানো যায়। সেই কারণেই মানুষের মধ্যে সতর্কতার বিষয়গুলো ছড়িয়ে দিতে চাইছেন তাঁরা।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 8:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: বর্ষাকালে বিদ্যুতের বিপদ থেকে বাঁচবেন কীভাবে? জানাতে শিবির হবে স্কুলে স্কুলে