এই বেসরকারি সংস্থা গত জুন মাসে একটি চারতারা হোটেলে বিনামূল্যে স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। পুনরায় সেই সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার নিঃশুল্ক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। বিনামূল্যে কার্ডিওলোজি, অর্থোপেডিক, চক্ষু পরীক্ষা, ব্লাড প্রেসার, ই.সি.জি, সি.বি.জি পরীক্ষা করে বিনামূল্যে ঔষুধের ব্যবস্থা করা হয় এই শিবিরে।
আরও পড়ুন ঃ উত্তরে লাল সতর্কতা! এদিকে পুরুলিয়ায় ৩৪ ডিগ্রি, কবে বদলাবে আবহাওয়া? হাওয়া অফিসের বড় খবর!
advertisement
এ বিষয়ে ওই বেসরকারি সংস্থার ডাইরেক্টর নরেশ আগারওয়াল বলেন , পাহাড়বাসীদের কথা চিন্তা করেই সব সময় নিশুল্ক স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। আমরা চেষ্টা করি আদিবাসী মানুষদের পাশে থাকার। আগামী দিনেও আমরা চেষ্টা করব তাদের পরিষেবা দেওয়ার।
অন্যদিকে নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করাতে পেরে খুশি আপামর পাহাড়বাসী। ওই বেসরকারি সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা ।
শমিষ্ঠা ব্যানার্জি