এই রুক্ষ জেলাতেই সফলভাবে বিভিন্ন প্রজাতির হারিয়ে যাওয়া মাছ চাষ হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত সিএডিসির কুমারী কাননে। বিলুপ্তপ্রায় বহু প্রজাতির মাছ এখানে সফলভাবে চাষ হচ্ছে। আর এই চাষের ফলে অনেকটাই স্বনির্ভরতার পথ পাচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । পাশাপাশি লাভের মুখ দেখতে পাচ্ছে সিএডিসি।
এ বিষয়ে সিএডিসি আধিকারিক সুশান্ত খাটুয়া বলেন , পুরুলিয়া রুক্ষ মাটিতে মাছ চাষ হয় না এমনটাই কথিত ছিল। কিন্তু সেই ধারণাকে আমরা ভেঙে এখানে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সফলভাবে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ চাষ করছি। তিনটি পদ্ধতিতে এখানে মাছ চাষ হচ্ছে। স্বল্প জলে, ব্যয়ে এবং সময়ে মাছ চাষ করা সম্ভব হচ্ছে। এই চাষের সঙ্গে প্রায় দশটি স্বনির্ভর গোষ্ঠী যুক্ত রয়েছে।
advertisement
আরও পড়ুন: বারাসতের উত্তর না দক্ষিণ, কালী পুজোয় এবার সেরা কারা? প্রতিযোগিতা শুরু
আরও পড়ুন: ‘রবি রাতে মমতার বাড়িতে গোপন বৈঠক, সিদ্ধান্ত নেওয়া হয়েছে…’ তোলপাড় ফেলা দাবি শুভেন্দুর
পুরুলিয়াতে বিভিন্ন উন্নতমানের চাষ হতে দেখা যাচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত সিএডিসির কুমারী কাননে। এই চাষ মূলত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই করে থাকেন। যার ফলে তাদের যেমন বিকল্প আয়ের রাস্তা খুলেছে তেমনি , সফলভাবে চাষ হতে দেখা যাচ্ছে পুরুলিয়ার অযোধ্যাতে। যে সমস্ত মাছ গুলি ধীরে , ধীরে হারিয়ে যেতে বসেছিল সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিএডিসি। আগামী দিনে এই চাষ আরও অধিক মাত্রায় হবে বলে আশা রাখছেন তাঁরা।
শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়