Kali Puja 2023: বারাসতের উত্তর না দক্ষিণ, কালী পুজোয় এবার সেরা কারা? প্রতিযোগিতা শুরু
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Kali Puja 2023: দুর্গোৎসবের রেশ না কাটতেই কালীপুজোর ঢাকে কাঠি। তৈরি দুই বারাসত।
দক্ষিণ ২৪ পরগনা: উৎসবের রেশ না কাটতেই কালীপুজোর ঢাকে কাঠি। এর মধ্যেই দক্ষিণ বারাসতে কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল৷ বাঙালির দুর্গাপুজো শেষ মানেই শ্যামা পুজোর আগমন আর সেই পুজোতে মেতে ওঠেন জয়নগর শহরের দক্ষিণ বারাসতের সমস্ত পূজা কমিটিরা।
আমরা সাধারণত জানি শ্যামা পুজো মানে, খবরের শিরোনামে ও থিমের ছোঁয়া ফুটিয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বারাসত। কিন্তু এই উত্তরের বারাসতকে টেক্কা দিতে কোনও অংশে পিছিয়ে নেই দক্ষিণ বারাসত। দক্ষিণ বারাসত এলাকার বেশ কয়েকটি পুজো থিমের ছোঁয়াতে ফুটিয়ে তোলা হয় প্রতি বছর। তার মধ্যে অন্যতম দক্ষিণ বারাসতের ইয়ং ব্লাড ক্লাবের শ্যামা পূজা।
advertisement
আরও পড়ুন: এমনই ভরসা, না দেখেই ফাইলে সই জ্যোতিপ্রিয়র, বাকিবুরের আর কত সম্পত্তি বাকি? মাথায় হাত ইডি-রও
এ বছর তাদের পুজো ৫১ বছরে পা দিল। দক্ষিণ বারাসত অটো স্ট্যান্ডে খুঁটি পূজার আয়োজন করা হয়। ঢাক কাঁসর বাজিয়ে খুঁটি পুজোর আয়োজন করেন ইয়ং ব্লাডের উদ্যোক্তারা। এই খুঁটি পূজাতে জয়নগরের বিধায়ক-সহ ক্লাবের প্রাচীন ও নব্য-সহ অন্যান্য সদস্যরা। এ বিষয়ে ইয়ং ব্লাডের সভাপতি বলেন, ‘খুঁটিপূজার মাধ্যমে আমাদের শ্যামা মায়ের পুজোর সূচনা করা হল। এ বছর আমাদের পুজো ৫১ তম বর্ষে পা দিয়েছে। প্রতি বছর কিছু না কিছু চমক থাকে আমাদের পুজোতে প্রচুর মানুষ ভিড় করে আমাদের এই মণ্ডপ ও প্রতিমা দেখার জন্য। আমরা আশা করছি গত বছরের তুলনায় এ বছর দর্শনার্থীদের মন কাড়বে আমাদের এই মণ্ডপ।’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘আলোকসজ্জার মাধ্যমে পুরো এলাকা সাজিয়ে তোলা হবে। যার কারণ আমাদের এই দক্ষিণ বারাসাতে দুর্গাপুজোহয় তবে সেভাবে জাঁকজম করে হয় না তাই এই এলাকার সমস্ত মানুষ একটা বছর অপেক্ষা করে থাকি এই কালী পূজার জন্য।’
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2023 7:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: বারাসতের উত্তর না দক্ষিণ, কালী পুজোয় এবার সেরা কারা? প্রতিযোগিতা শুরু