Baroma Kali Puja 2023: খুলে গেল নৈহাটির বড়মা কালীর স্থায়ী মন্দির, দেশ-বিদেশ থেকে আসছেন ভক্তরা

Last Updated:

Baroma Kali Puja 2023: ভক্তদের জন্য খুলে গেল নৈহাটির বড়মার স্থায়ী মন্দির। দেখুন

+
নৈহাটির

নৈহাটির বড় মা কালী

উত্তর ২৪ পরগনা: সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হল নৈহাটির জাগ্রত বড়মা কালীর নতুন মন্দির। এই মন্দিরেই এখন থেকে দেখা যাবে কষ্টি পাথরের বড়মার মূর্তিও। সেখানেই পুজো দিতে পারবেন অগণিত ভক্তরা।
এতদিন পুরনো মন্দিরে বড়মা-র ছবিতেই পুজো চলত তবে এবার থেকে নতুন কষ্টিপাথরের মূর্তিতেই সারা বছর ধরে চলবে পূজার্চনা। এদিন নতুন এই মন্দিরের উদঘাটন করলেন নৈহাটির বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিক।
আনুমানিক প্রায় ১০০ বছর আগে শুরু হওয়া নৈহাটি বড়মা কালীর পুজোকে, এ বছর শতবর্ষ পালন করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: এমনই ভরসা, না দেখেই ফাইলে সই জ্যোতিপ্রিয়র, বাকিবুরের আর কত সম্পত্তি বাকি? মাথায় হাত ইডি-রও
শুরুর সময় থেকেই, কালীপুজোয় ২২ হাত প্রতিমা গড়ে বড়মা পূজিত হন। কয়েকশো ভড়ি গয়নায় সাজিয়ে তোলা হয় মাকে। যা দেখতে দূর-দূরান্ত থেকে এমনকী রাজ্য ছাড়িয়ে বিদেশ থেকেও মানুষজন আসেন।  তবে এবার থেকে নতুন মন্দিরেই সারা বছর দেখা মিলবে বড়মা-র সেই চেনা মূর্তির। এদিন বিধায়ক ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায়, জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী-সহ অন্যান্যরা।
advertisement
সেদিন বহু ভক্ত মাকে পুজো দেন, যার ভিড় ছিল চোখে পড়ার মতো। যদিও শোনা গিয়েছিল তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন এই মন্দিরের। তবে শুভেচ্ছাবার্তা পাঠালেও এদিন আসেননি তৃণমূল সাংসদ। সব মিলিয়ে বড়মা-র মন্দির উদ্বোধন উপলক্ষে নৈহাটির অরবিন্দ রোড চত্বর সেজে উঠেছে উৎসবের রঙে। জাগ্রত বড়মা ফেরান না কাউকেই, আর তাই বলা হয় ধর্ম হোক যার যার বড়মা সবার।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baroma Kali Puja 2023: খুলে গেল নৈহাটির বড়মা কালীর স্থায়ী মন্দির, দেশ-বিদেশ থেকে আসছেন ভক্তরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement