আরও পড়ুন: বৃষ্টি হলেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটি! কারণ জানলে আপনিও হয়তো সন্তানকে পাঠাতে চাইবেন না
বলরামপুর ষোলোআনা দুর্গাপুজো এ বছর পদার্পণ করল শতবর্ষে। এই বছরে তাঁদের পুজোর বিশেষ আকর্ষণ তামিলনাড়ুর কোয়েম্বাটুরের থিরুনামে অবস্থিত আদিযোগী শিব মূর্তির আদলে তৈরি মণ্ডপ। জোর কদমে চলছে তারই শেষ পর্যায়ের কাজ। পুরুলিয়া শিল্পী যোগেশ সহিস তৈরি করছেন এই পুজো মণ্ডপ।
advertisement
এই বিষয়ে শিল্পী যোগেশ সহিস জানান, নিম্নচাপের বৃষ্টির ফলে কাজ করতে সমস্যা হয়েছে। তাই এখন বাড়তি সময় কাজ করতে হচ্ছে। এই বিষয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো গিয়েছে, শিল্পী শিশির সূত্রধর তৈরি করছেন প্রতিমা। চন্দননগরের আলোক সজ্জা থাকছে মণ্ডপে। পাশাপাশি পাঁচ দিন ধরে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। শতবর্ষ উপলক্ষে নানান চমক থাকবে এই বছর। সব মিলিয়ে পুরুলিয়ার প্রত্যন্ত বলরামপুরেও এবার জমজমাট দুর্গাপুজো।
শমিষ্ঠা ব্যানার্জি