East Bardhaman News: বৃষ্টি হলেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটি! কারণ জানলে আপনিও হয়তো সন্তানকে পাঠাতে চাইবেন না
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
বৃষ্টি হলেই জল জমে যায়, সর্বত্র সেই বেহাল অবস্থার মধ্য দিয়েই চলছে পূর্ব বর্ধমানের মেমারির অঙ্গনওয়াড়ি কেন্দ্র
পূর্ব বর্ধমান: আবারও উঠে এল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জল যন্ত্রণার ছবি। জলে ভাসছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পূর্ব বর্ধমান জেলার মেমারি-২ ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের কানপুর ও গান্টে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছবি দেখলে অবাক হয়ে যেতে হয়। বৃষ্টি হলেই জল জমে যায় এই কেন্দ্রে। যার জেরে বৃষ্টি হলেই খুব সমস্যা হয়। হয়রানির মুখে পড়েন ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে শিক্ষিকা সকলে। অনেক সময় শিশুরা এলে তাদের ফিরিয়ে দেওয়া হয় জলমগ্ন থাকার কারণে।
এই প্রসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী মনিরা খাতুন শেখ জানান, এখানে যখনই বৃষ্টি হয় তখনই জল জমে যায়। জলের জন্য বাচ্চাদের বসতে দেওয়া সম্ভব হয় না। বাচ্চাদের অভিভাবক এবং এলাকার লোকেরা সবাই জানেন বিষয়টি। তাই অভিভাবকরা বৃষ্টি হলে বাচ্চাদের পাঠাতে চান না।
advertisement
advertisement
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কেন এমন পরিস্থিতি? শিশুদের শিক্ষার হাতেখড়ি হয় যেখানে এবং যেখান থেকে প্রসূতি ও গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাদ্য প্রদান করা হয় সেই জায়গার এমন অবস্থা কেন? কানপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভারপ্রাপ্ত শিক্ষিকা জানান, ২০১৫ সাল থেকে এই অবস্থাতেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। মাথার উপরে ছাদও নড়বড়ে। এই নিয়েই দিনের পর দিন ছোট ছোট শিশুদের নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে হচ্ছে।
advertisement
এই বিষয়ে কুচুট গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, বিভিন্ন অঙ্গনওয়াড়ি স্কুলের বেশ কিছু রিপোর্ট তাঁরা পেয়েছেন। সবকিছু খতিয়ে দেখে দ্রুত উপরমহলে এই বিষয়গুলো জানানো হবে। তবে কবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল ফিরবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 8:46 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বৃষ্টি হলেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটি! কারণ জানলে আপনিও হয়তো সন্তানকে পাঠাতে চাইবেন না