West Medinipur News: হাতের কাছে মুম্বইয়ের লক্ষ্মী নারায়ণ মন্দির, পুজোয় ঘুরে আসুন একদিন

Last Updated:

এবার হাতের কাছেই মুম্বইয়ের বিখ্যাত লক্ষ্মী নারায়ণ মন্দির, দুর্গাপুজোর সময় চট করে ঘুরে আসুন

+
title=

পশ্চিম মেদিনীপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম দুর্গাপুজো। এই পাঁচ দিনের জন্য গোটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বাঙালি। এই পুজোকে ঘিরে চারিদিকে সাজো সাজো রব থাকে। বেশ কয়েকমাস আগে থেকেই উমার আগমনীর প্রস্তুতি শুরু হয়ে যায় দিকে দিকে।
দেবী মহামায়ার আগমনকে ঘিরে থাকে উন্মাদনা, থাকে বিভিন্ন আয়োজন। পুজোর প্যান্ডেল থেকে আলোক সজ্জাতে চমক দেয় পুজো কমিটিগুলো।পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পুজোকে ঘিরে বহু মানুষ আনন্দে থাকে। বাখরাবাদ নবীন-প্রবীণ জাগ্রত সংঘ দ্বারা পরিচালিত বাখরাবাদ সর্বজনীন দুর্গোৎসব প্রতিবছরের মতো এবারও প্যান্ডেলে এনেছে থিমের চমক। গ্রামীণ এলাকায় ৬০ বছরে পড়েছে এই পুজো। ৬০ বছরের পুজোতে এবারের প্যান্ডেল হবে মুম্বইয়ের লক্ষ্মী নারায়ণ মন্দিরের আদলে। সেই আদল ফুটিয়ে তুলতে বদ্ধপরিকর শিল্পীরা দিনরাত এক করে কাজ করে চলছেন।
advertisement
advertisement
জেলার খড়গপুর, মেদিনীপুর ছাড়িয়ে গ্রামীণ এলাকার থিমের পুজোও নজর কাড়ছে। যার মধ্যে অন্যতম বাখরাবাদ সর্বজনীন। ১৯৬৩ সালে গ্রামের কিছু মানুষের উদ্যোগে শুরু হয় এই পুজো। এরপর বদল এসেছে আঙ্গিকে, বদল সাজসজ্জাতেও। এবারে মুম্বইয়ের বিখ্যাত লক্ষ্মী নারায়ণ মন্দির হাতের কাছে। ছুটেই পৌঁছে যাওয়া যাবে। করা যাবে প্রতিমা দর্শনও।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: হাতের কাছে মুম্বইয়ের লক্ষ্মী নারায়ণ মন্দির, পুজোয় ঘুরে আসুন একদিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement