TRENDING:

Purulia News: ভিন রাজ‍্যে পাড়ি দেবে পুরুলিয়ার ছৌ মুখোশ! পুজোর মুখে খুশির জোয়ার মুখোশ গ্রামে

Last Updated:

দুর্গাপুজোয় বাড়তি বরাত মিলেছে ছৌ মুখোশের , খুশি শিল্পীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: জানেন কি পুরুলিয়ার কোন গ্রামকে মুখোশ গ্রাম বলা হয়? আবার কেনই বা বলা হয়ে থাকে এমন। এমনিতে প্রায় সকলেই কম বেশি জানেন যে পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। আর এই ছৌ নাচ যারা করেন সেইসমস্ত শিল্পীরা নাচ করে থাকেন বিভিন্ন রংবেরঙের মুখোশ পরে।
advertisement

আর এইসমস্ত মুখোশের অধিকাংশই তৈরি হয় যে গ্রামে সেই গ্রামের নাম হল চরিদা। অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত চরিদা গ্রাম। এই গ্রামে প্রায় তিন শতাধিক পরিবারের বাস। গ্রামের বেশিরভাগ মানুষ ছৌ মুখোশ তৈরি করে থাকেন। তাই এই গ্রামের অপর নাম মুখোশ গ্রাম।

আরও পড়ুন:  জয়পুরের হাওয়া মহল এবার ঝালদায়! লক্ষ লক্ষ টাকা খরচ! পুরুলিয়ায় বিরাট চমক!

advertisement

কমবেশি প্রায় সারা বছরই পর্যটকদের আনাগোনা হয়ে থাকে এই মুখোশ গ্রামে। ঘর সাজানোর জন্য অনেকেই এই মুখোশ কিনে থাকেন শিল্পীদের কাছ থেকে। তবে দুর্গাপুজো উপলক্ষে শিল্পীদের বাড়তি কাজের সুযোগ মেলে। রোজগারও হয় ভাল। এ বিষয়ে এক ছৌ মুখোশ শিল্পী জানান, প্রায় প্রতি বছরই দুর্গাপুজোর সময় পুরুলিয়া জেলার ছৌ মুখোশ পাড়ি দেয় ভিন জেলা ও ভিন রাজ্যে।

advertisement

View More

অপর এক ছৌ মুখোশ শিল্পী জানান, কলকাতা থেকে দুর্গাপুজোর জন্য মুখোশের অর্ডার এসেছে। ছৌ মুখোশ দিয়ে সাজানো হবে পুরো প্যান্ডেল। এমনকি দুর্গাপুজোর প্যান্ডেলের প্রবেশদ্বারও হবে মুখোশ দিয়ে। আমরা কয়েকজন সেখানে গিয়ে সেই কাজ করে আসবো।

আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে দুর্গাপুজোয়। তাই জোর কদমে মুখোশ তৈরিতে ব্যস্ত শিল্পীরা ‌। বিপুল পরিমাণে মুখোশের বরাত না মিললেও, দুর্গাপূজোয় বেশ কিছু জায়গা থেকে কম বেশি কিছু কাজের বরাত মিলেছে। দুর্গাপুজোর সময়য়েও বহু পর্যটক পুরুলিয়ায় বেড়াতে আসেন। তাই মুখোশ শিল্পীরা আশায় বুক বাঁধছেন সেই সময়ও তাদের রোজগার ভাল হবে বলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ভিন রাজ‍্যে পাড়ি দেবে পুরুলিয়ার ছৌ মুখোশ! পুজোর মুখে খুশির জোয়ার মুখোশ গ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল