Jaipur Hawa Mahal: জয়পুরের হাওয়া মহল এবার ঝালদায়! লক্ষ লক্ষ টাকা খরচ! পুরুলিয়ায় বিরাট চমক!

Last Updated:

Jaipur Hawa Mahal: জয়পুর নয়! এবার পুরুলিয়াতেই দেখা মিলবে হাওয়া মহলের! জানুন বিস্তারিত

+
title=

পুরুলিয়া : এবার দুর্গাপুজোয় থিমের চমক থাকবে ঝালদার নামোপাড়া সর্বজনীন দুর্গা পুজোর প্যান্ডেলে , এই আশাতেই বুক বেঁধেছে ঝালদার বহু মানুষ। লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ । ঝালদার নামোপাড়ার দুর্গা পুজোর প্যান্ডেলের থিম থাকছে রাজস্থানের জয়পুরের হাওয়া মহল। এছাড়াও টেরাকোটার আদলে দুর্গামূর্তি নির্মাণের হচ্ছে। থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। আনুমানিক সাত থেকে আট লক্ষ টাকা বাজেট রয়েছে এই দুর্গাপুজোকে ঘিরে। জোর কদমে চলছিল তার প্রস্তুতি। কিন্তু হঠাৎ করেই বাধ সাধল নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে থমকে গিয়েছে মন্ডপ তৈরির কাজ।
দুশ্চিন্তায় ভুগছে ঝালদা নামোপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা।‌ এ বিষয়ে কমিটির এক সদস্য জানান , নিম্নচাপের কারণে মণ্ডপ তৈরিতে অনেক সমস্যা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের ফলে তারা অনেকটাই চিন্তিত রয়েছে। এ বিষয়ে মণ্ডপ শিল্পী কার্তিক বাউরী জানান , বৃষ্টির কারণে তারা মণ্ডপ তৈরি করতে পারছে না। সময় অপচয় হচ্ছে তাদের , যার ফলে কাজেও ব্যাঘাত ঘটছে।
advertisement
আরও পড়ুন: 
advertisement
এ বিষয়ে মূর্তি শিল্পী প্রবীর রাজুয়ার জানান , বাঁকুড়ার টেরাকোটার আদলে মূর্তি নির্মাণের কাজ তারা করছেন। কিন্তু নিম্নচাপের ফলে তারা সেই কাজ ঠিকভাবে করতে পারছেন না। মূর্তি শুকোতেও অনেকটাই সমস্যা হচ্ছে। ‌
আর মাত্র কয়েক দিনের মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গা পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে আপামর বঙ্গবাসী। প্রত্যন্ত জেলা পুরুলিয়ার দুর্গা পুজোতেও থাকে নানান চমক। এবছর ঝালদার নামোপাড়া দুর্গা পুজো কমিটি সেই রকমই চমক নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা নিয়েছে। আবহাওয়া যদি সঠিকভাবে সঙ্গ দেয় তাহলে জয়পুরের হাওয়া মহলের চমক দেখতে পাওয়া যাবে পুরুলিয়াতেই।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaipur Hawa Mahal: জয়পুরের হাওয়া মহল এবার ঝালদায়! লক্ষ লক্ষ টাকা খরচ! পুরুলিয়ায় বিরাট চমক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement