আরও পড়ুন: স্কুলের মধ্যে হচ্ছেটা কী! বারান্দায় বসে ক্লাস করছে পড়ুয়ারা, কিন্তু কেন? দেখুন বিস্তারিত
দুয়ারে ডাক্তার কর্মসূচির বিষয়ে বিধায়ক সুশান্ত মাহাত বলেন, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে ডাক্তার কর্মসূচি। অনেক সময় প্রত্যন্ত এলাকার মানুষদের সুচিকিৎসার অভাবে অন্য জায়গায় যেতে হয়। তাঁরা একেবারে বাড়ির সামনেই চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
advertisement
এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুণাল কান্তি দে বলেন, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা এই ক্যাম্পে রোগীদের দেখছেন। আগামী দিনেও রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে, যাতে জেলা ও ব্লক এলাকার মানুষেরা যথাযথ স্বাস্থ্য পরিষেবা পান।
হাতের সামনে অভিজ্ঞ চিকিৎসকদের মূল্যবান পরামর্শ পেয়ে খুশি ঝালদার মানুষ। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। রাজ্যের সমস্ত জায়গায় সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করতে রাজ্য সরকার দুয়ারে ডাক্তার কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এর ফলে অনেকটাই উপকৃত হচ্ছে জেলার মানুষ।
শমিষ্ঠা ব্যানার্জি