East Bardhaman News: স্কুলের মধ্যে হচ্ছেটা কী! বারান্দায় বসে ক্লাস করছে পড়ুয়ারা, কিন্তু কেন? দেখুন বিস্তারিত
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
রোদ-বৃষ্টির মধ্যে স্কুলের বারান্দায় বসে ক্লাস করতে হচ্ছে ছোট ছোট ছেলেমেয়েদের! কারণ জানলে মন খারাপ হবে আপনার
পূর্ব বর্ধমান: বিদ্যালয়ে আছে, কিন্তু সেই বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। ফলে পঠন-পাঠন চলছে স্কুলের বারান্দায়। এমনই ছবি দেখা গেল বর্ধমান শহরের কানাইনাটশাল এলাকার বেলারানি প্রাথমিক বিদ্যালয়ে। পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় রোদ-বৃষ্টি মাথায় নিয়েই পড়ুয়াদের ফাঁকা বারান্দার মেঝেতে বসিয়ে ক্লাস করাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।
বেলারানি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬ টি ঘর আছে। এর মধ্যে একটি অফিস ঘর এবং বাকি পাঁচটি শ্রেণিকক্ষ। কিন্তু প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের মোট ক্লাসের সংখ্যা ছয়টি। তার ফলেই তৈরি হয়েছে এই সমস্যা। এই বিষয়ে প্রাথমিক স্কুলটির প্রধান শিক্ষক উজ্জ্বল মণ্ডলের বক্তব্য, বর্ধমান শহরের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলির তুলনায় বেলারানি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা বেশি। প্রতিটা ক্লাসেই ছাত্র আছে। কিন্তু এখানে পর্যাপ্ত ক্লাসরুম নেই। তাই একটি ক্লাসের ছেলেমেয়েদের উপরের বারান্দায় বসাতে হচ্ছে রোদ-বৃষ্টি জল মাথায় নিয়েই।
advertisement
advertisement
পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকার প্রভাব পড়ছে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রেও। জানা গিয়েছে, এই সমস্যার জেরে প্রাক-প্রাথমিক স্তরে পড়ুয়াদের ভর্তি কমেছে। স্কুলের তরফে আরও জানানো হয়েছে, ক্লাসরুমের এই সঙ্কটের বিষয়টি জেলা শিক্ষা দফতরকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এই বিষয়ে প্রধান শিক্ষক কয়েকদিন আগেই স্কুলের তরফে ডিআই অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। কিন্তু তাতেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি।
advertisement
কিছুদিন আগে এই প্রাথমিক স্কুলের পঞ্চাশ বছর পূর্তি হয়েছে। সেই অনুষ্ঠানে এসে শ্রেণিকক্ষ তৈরির জন্য স্থানীয় বিধায়ক বিধায়ক তহবিল থেকে অর্থ দেবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই টাকাও এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।
বনোয়ারীলাল চৌধুরী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2023 6:14 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: স্কুলের মধ্যে হচ্ছেটা কী! বারান্দায় বসে ক্লাস করছে পড়ুয়ারা, কিন্তু কেন? দেখুন বিস্তারিত








