ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর স্বাস্থ্য দপ্তর ও পুরুলিয়া পৌরসভা। পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে জায়গায়, জায়গায় চলছে সাফাই অভিযান। যদিও পুরুলিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. কুনাল কান্তি দে অনেকটাই আশার আলো দেখিয়েছেন। তিনি বলেন, দুর্গাপূজার সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগামী দিনের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যদি বাড়ে সমস্ত দিক থেকেই প্রস্তুত স্বাস্থ্য দপ্তর।
advertisement
আরও পড়ুনঃ সাহেব বাঁধ এলাকায় শুরু হয়ে গিয়েছে ছট পুজোর প্রস্তুতি
ডেঙ্গি সংক্রমণ রুখতে সমস্ত দিক থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পৌরসভা ও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। প্রসঙ্গত, শুধু পুরুলিয়া জেলার নয়, রাজ্যের অন্যান্য জেলাগুলো থেকেও রোজ ডেঙ্গি আক্রান্ত বা অজানা জ্বরের খবর মিলছে। বিশেষত মে সমস্ত এলাকায় মশার উপদ্রব তূলনামূলকভাবে বেশি, সেই সমস্ত এলাকায় মিলছে আক্রান্তের খবর। জমা জল অথবা জমে থাকা আবর্জনা থেকে যেভাবে মশার বংশ বিস্তার হচ্ছে তা রুখতে ইতিমধ্যেই বিভিন্ন পৌরপ্রশাসন উদ্যোগী হয়েছে।
Sharmistha Banerjee Bairagi