আরও পড়ুন: শুরু করা যায়নি রঙের কাজ, টানা বৃষ্টিতে মাথায় হাত মৃৎশিল্পীদের
পুরুলিয়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কারোর জ্বর বা কোনও অসুখ হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নিচ্ছেন। এছাড়াও ডেঙ্গি সংক্রমণ রুখতে কী কী সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করা উচিত সে বিষয়েও সার্বিক ধারণা দিচ্ছেন সবাইকে। এই বিষয়ে স্বাস্থ্য দফতরের এক কর্মী জানান, রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত হওয়ার কারণে এই বিশেষ প্রচার অভিযান শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হল পরিস্থিতি যেন হাতের বাইরে বেরিয়ে না যায়।
advertisement
এক সময় দূরের জেলাগুলিতে সেভাবে ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া যেত না। কিন্তু এখন জেলা শহর তো বটেই এমনকি প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গি সংক্রমণ। এই পরিস্থিতিতে ঢিলামি দেওয়ার কোনও জায়গা নেই। স্বাস্থ্য দফতরের নির্দেশে তাই পুরুলিয়া পুরসভা একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছে। সাধারণ মানুষের বাড়ির কোথাও যাতে জমা জল না থাকে তৎপরতার সঙ্গে দেখা হচ্ছে। পাশাপাশি মশা মারার তেল নিয়মিত ভিত্তিতে স্প্রে করছেন পুরকর্মীরা।
শমিষ্ঠা ব্যানার্জি