Uttar Dinajpur News: শুরু করা যায়নি রঙের কাজ, টানা বৃষ্টিতে মাথায় হাত মৃৎশিল্পীদের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
টানা বৃষ্টি হতে থাকায় সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। কীভাবে পুজোর আগেই প্রতিমা তৈরির কাজ শেষ করবেন তা বুঝে উঠতে পারছেন না
উত্তর দিনাজপুর: কথায় বলে ‘কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ’। টানা বৃষ্টিতে সেটাই এখন বাস্তবে দেখা যাচ্ছে। এই বৃষ্টির ফলে কৃষকদের উপকার হলেও মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের। দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় চলে এসেছে। এই অবস্থায় বৃষ্টি হতে থাকায় আদৌ সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে পারবেন কিনা তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা।
টানা বৃষ্টির ফলে প্রতিমা শুকোতে ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ছেন উত্তর দিনাজপুরের প্রতিমা শিল্পীরা। কীভাবে সময়ের মধ্যে কাজ শেষ করবেন তা ভেবে উঠতে পারছেন না কেউ। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মৃৎশিল্পী বিভূতি পাল বলেন, অন্যান্য বারে এই সময়ে প্রতিমা রঙের কাজ শুরু হয়ে যায়। কিন্তু এবার বৃষ্টির জন্য রং তো দুরস্ত, ভাল করে প্রতিমা শুকনো করাই সম্ভব হয়নি।
advertisement
advertisement
গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মূর্তি তৈরির পরে তা শুকোতে দেরি হচ্ছে। ফলে বড় বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে মাটির প্রতিমা শুকোতে হচ্ছে। এর জন্য কৃষকদের খরচ বাড়ছে অনেকটাই। সেইসঙ্গে গোটা কাজটাই এগোচ্ছে অত্যন্ত ধীর গতিতে। এইভাবে টানা বৃষ্টি চললে প্রতিমা সময় মত ডেলিভারি দিতে সমস্যায় পড়তে হবে মৃৎশিল্পীদের।
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 4:21 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: শুরু করা যায়নি রঙের কাজ, টানা বৃষ্টিতে মাথায় হাত মৃৎশিল্পীদের