TRENDING:

Purulia News: বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা হবে জেলাতেই

Last Updated:

পুরুলিয়ার ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা এবার জেলাতেই হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর যেতে হবে না ভিন জেলায়। এবার পুরুলিয়া জেলাতেই কেমোথেরাপি হবে ক্যান্সার আক্রান্তদের। হাতোয়াড়া মেডিকেল কলেজে এই জন্য বিশেষ বিভাগের সূচনা হল। জেলার মানুষকে এই পরিষেবা দেওয়ার জন্য বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। এই বিষয়ে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের এমএসভিপি সুকমল বিষয়ী বলেন, সরকারিভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মেডিকেল কলেজে ক্যান্সার কেয়ার প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ক্যান্সার আক্রান্তরা নিজের জেলাতেই বাড়ির কাছে সম্পূর্ণ চিকিৎসার সুযোগ পান। সেই কর্মসূচির অধীনে পুরুলিয়া জেলাতেও ক্যান্সার কেয়ার প্রোগ্রাম শুরু হচ্ছে।
advertisement

আরও পড়ুন: আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের মিলন হবে দুর্গাপুরের এই মণ্ডপে

জানা গিয়েছে, ইতিমধ্যেই হাতোয়াড়া মেডিকেল কলেজে কেমোথেরাপি শুরু হয়ে গিয়েছে। ক্যান্সার আক্রান্ত রোগীরা সরকারিভাবে রেজিস্টার করে কেমোথেরাপির সুবিধা পাচ্ছেন। এর ফলে প্রভূত সুবিধে হয়েছে জেলার ক্যান্সার আক্রান্তদের। এমনিতেই পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে থাকা জেলাগুলির অন্যতম পুরুলিয়া। সেই জেলায় এতদিন ক্যান্সার চিকিৎসার যথাযথ পরিকাঠামো না থাকায় বহু রোগী দূরে গিয়ে সঠিক চিকিৎসা করাতে পারতেন না। এই নতুন পরিষেবা শুরুর ফলে তাঁরা বাড়ির কাছেই ভালোভাবে চিকিৎসা করাতে পারবেন। হাতোয়ারা মেডিকেল কলেজে এই ক্যান্সার কেয়ার ইউনিটটি চালু হওয়ার ফলে অনেকটাই উপকৃত হবেন জেলার প্রত্যন্ত এলাকার মানুষেরা।

advertisement

View More

এই বিষয়ে ক্যান্সার আক্রান্ত এক রোগী জানিয়েছেন, চিকিৎসার জন্য তাঁদের ভিন জেলায় যেতে হত। ‌তবে এবার থেকে তাঁরা পুরুলিয়া জেলাতেই এই চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। এতে অনেকটাই উপকার হচ্ছে। এই বিষয়ে এক রোগীর আত্মীয় বলেন, বাইরে ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে বিপুল টাকা খরচ করতে হত।‌ তবে বর্তমানে পুরুলিয়া জেলাতেই বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা পরিষেবা মেলায় তাঁদের অনেকটাই সুরাহা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা হবে জেলাতেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল