TRENDING:

Purulia News: নতুন তৈরি রাস্তায় বড় বড় ফাটল, গর্ত! অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যাবে

Last Updated:

বাগমুণ্ডির এই রাস্তা দেখলে আপনি চমকে উঠতে পারেন। নতুন তৈরি রাস্তার কয়েক দিনের মধ্যে যে এমন বেহাল দশা হতে পারে তা কল্পনাতেও আনতে পারবেন না!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার। সেই দাবি মেনে রাস্তা তৈরিও হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই নতুন তৈরি হওয়া রাস্তায় বড় বড় ফাটল সহ গর্ত দেখা দিল! এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়ার বাগমুণ্ডিতে। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় তাঁরা যথেষ্ট ক্ষুব্ধ।
advertisement

বাঘমুণ্ডি থানা সংলগ্ন কৃষক বাজার যাওয়ার মূল রাস্তাটির কঙ্কালসার দশা ছিল। অনেক আবেদন-নিবেদনের পর মাত্র কয়েকদিন আগে রাস্তাটি তৈরি করা হলেও কিছুদিনের মধ্যেই তা বেহাল অবস্থায় ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে জলের পাইপ লাইন বসানোর জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়েছিল। তারপর চলতি মাসে ১২ ফুটের এই রাস্তাটি নতুনভাবে ঢালাই করা হয়। কিন্তু কিছু দিন যেতে না যেতেই রাস্তাটিতে ফাটল সহ খানাখন্দ দেখা দিয়েছে। যার ফলে সাইকেল আরোহী থেকে গাড়ি চালকেরা সকলেই বিপদের সম্মুখীন হচ্ছেন।

advertisement

আরও পড়ুন: নদীতে তলিয়ে যাবে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার! ভয়ঙ্কর বিপদের মুখে মাথাভাঙা

স্থানীয়দের দাবি, বাঘমুণ্ডির অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এটি। বহু মানুষ এই রাস্তার উপর দিয়ে নিত্য যাতায়াত করে থাকেন। এই পথ দিয়ে বাঘমুণ্ডিবাসী ছাড়াও অন্যান্য জায়গার মানুষকেও যাতায়াত করতে হয়। কারণ এই রাস্তা দিয়েই যেতে হয় বাঘমুণ্ডি কৃষক বাজার, সেখানেই বসে সপ্তাহের দুটি হাট। এছাড়াও পোস্ট অফিস ও স্কুল যাওয়ার রাস্তাও এটাই। তাই এই রাস্তার যথেষ্ট গুরুত্ব আছে। ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বেহাল দশা হওয়ায় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষকে। রাস্তা তৈরির ঠিকাদারের গাফিলতির জন্য‌ই এমন হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: নতুন তৈরি রাস্তায় বড় বড় ফাটল, গর্ত! অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল