River Erossion: নদীতে তলিয়ে যাবে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার! ভয়ঙ্কর বিপদের মুখে মাথাভাঙা
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
নদী ভাঙনের জেরে সঙ্কটের মুখে মাথাভাঙার মানুষ। যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় বিপর্যয়
কোচবিহার: মাথাভাঙা শহরের নদী ভাঙনের জেরে চিন্তায় সাধারণ মানুষ। ১১ নম্বর ওয়ার্ডে মিলিত হয়েছে সুটুঙ্গা ও মানসাই নদী। এই দুই নদীর মোহনার কাছে ব্যাপক আকার ধারণ করেছে ভাঙন সমস্যা। ভাঙনের জেরে নদীর একেবারে কাছে এসে গিয়েছে বিদ্যুতের খুঁটি। এই খুঁটির সাহায্যে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহকারী তার পাম্প হাউসে গিয়েছে। একসময় এই খুঁটিটি নদীর পাড় থেকে বেশ অনেকটাই দূরে ছিল। তবে ক্রমাগত ভাঙনের জেরে বর্তমান তা একেবারে নদীর কাছে চলে এসেছে। ফলে আতঙ্কে ভুগতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। কারণ এই বিদ্যুতের খুঁটি যদি ভাঙনের কবলে পড়ে সেক্ষেত্রে এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত নদী ভাঙন রোধ করার আবেদন জানিয়েছেন।
মাথাভাঙার ১১ নম্বর ওয়ার্ডে একটি জলের পাম্প হাউস আছে। সেখান থেকেই পানীয় জল সরবরাহ করা হয় বিস্তির্ণ এলাকায়। এই পাম্প হাউসের বৈদ্যুতিক সংযোগের তার ওই খুঁটি থেকেই এসেছে। যদি ওই খুঁটি ভাঙনের কবলে পড়ে, তবে গোটা এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যাবে। ব্যাপক সমস্যায় পড়তে হবে সকলকে। এদিকে রাস্তা থেকে আর সামান্য দূরে অবস্থান করছে নদী। অদূর ভবিষ্যতে রাস্তাটিও নদীর ভাঙনে হারিয়ে যাওয়ার ভয় আছে। এলাকার মানুষের বক্তব্য, এখনই যদি নদী ভাঙন রোধ করার চেষ্টা না করা হয় তবে আর কিছুই করা যাবে না। শীতকালে নদীর জল কম থাকে। ফলে ভাঙন রোধের জন্য বাঁধ দিতে এই সময় সুবিধে হবে বলেই স্থানীয়দের দাবি।
advertisement
advertisement
এই বিষয়ে মাথাভাঙা পুরসভার পুরপ্রধান লক্ষ্যপতি প্রামাণিক বলেন, "সমস্যার ব্যাপারটি নজরে এসেছে। দেখছি যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা গ্রহণ করব। তবে বাঁধ সেচ দফতরের আওতাধীন। সেই কারণে সেচ দফতরের কর্তব্যরত ইঞ্জিনিয়ারের সঙ্গে আগে এই বিষয়টি নিয়ে কথা বলতে হবে। তারপর এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে পাওয়া যাবে।" পুরপ্রধান জানিয়েছেন, সেচ দফতরের কর্তব্যরত ইঞ্জিনিয়ারের সঙ্গে উনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ছুটিতে থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে দ্রুত কোনও একটা কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 6:28 PM IST