East Medinipur News: কোলাঘাটে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ১৫ টা ঘর, মৃত ২, পাশে প্রশাসন

Last Updated:

শীতের ভোরের বিধ্বংসী আগুনে শেষ হয়ে গিয়েছে সবকিছু। কোলাঘাটের এই ঘটনা জানলে শিউরে উঠবেন। তবে প্রশাসনের আশ্বাসে মনে বল ফিরে পাচ্ছেন ক্ষতিগ্রস্তরা

+
title=

পূর্ব মেদিনীপুর: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১৫ টি ঘর। মৃত ২ জন। ফলে এই শীতের রাতে বাড়িগুলোর বাসিন্দারা বাধ্য হয়েছেন খোলা আকাশের নিচে এসে দাঁড়াতে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ঘটনা। যদিও এই অসহায় দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
কোলাঘাটের আন্দুলিয়া গ্রামে ১১৬ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে বুধবার ভোরে। জানা গিয়েছে, ঝুপড়ির একটি ঘরে রান্না করার সময় আগুন ছড়িয়ে পড়ে। ওই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঝুপড়ির পরপর ১৫ টি ঘর। এই অগ্নিকাণ্ড এতটাই ভয়ঙ্কর ছিল যে ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর এলাকা পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি ও মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।
advertisement
advertisement
অগ্নিকাণ্ডে বিধ্বস্ত মানুষদের সঙ্গে কথা বলার পর জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী জানান, "অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে প্রশাসন।" প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থদের অস্থায়ী থাকার বন্দোবস্তবের পাশাপাশি পানীয় জল, খাবারদাবার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা‌ও করেছে প্রশাসন। এসব অসহায় পরিবারের মানুষজনদের অন্য কোন‌ও ফাঁকা সরকারি জায়গায় স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া যায় কিনা সেটাও খতিয়ে দেখছে জেলা প্রশাসন। এই ১৫ টি ঝুপড়িতে প্রায় ৭০ জন থাকতেন। যাদের ভোটার কার্ড, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড সহ সমস্ত নথিপত্র ওই আগুনে পুড়ে গিয়েছে। জেলাশাসকের নির্দেশে ব্লক প্রশাসনের একটি টিম তৈরি করা হয়েছে, যারা ওই ক্ষতিগ্রস্তদের যাবতীয় নথিপত্র নতুন করে দ্রুততার সঙ্গে বানিয়ে দেবেন। জেলাশাসকের কাছ থেকে আশ্বাস পেয়ে সন্তুষ্ট ক্ষতিগ্রস্থরা।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: কোলাঘাটে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ১৫ টা ঘর, মৃত ২, পাশে প্রশাসন
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement