TRENDING:

Purulia News : অভিনব কায়দায় জন্মদিন পালন, নজির সৃষ্টি করলেন বলরামপুরের উপপ্রধান!

Last Updated:

Purulia News : উপপ্রধানের জন্মদিন পালন নজরকারলো বলরামপুর বাসীদের , দেখুন কিভাবে পালিত হয়েছে জন্মদিন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: জন্মদিন মানেই বন্ধু-বান্ধব, হৈ-হুল্লোড়, আনন্দ উৎসব। জন্মদিনের এই চিত্রটা সকলের কাছে খুবই পরিচিত। ধরা বাঁধা এই ছকের বাইরে এক অভিনব জন্মদিন পালন করল পুরুলিয়ার বলরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিক আনসারি। এলাকার শবর জনজাতিদের সঙ্গে কেক কেটে অভিনব জন্মদিন পালন করেন তিনি। এরই পাশাপাশি তাদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন তিনি।
advertisement

শনিবার বলরামপুর ব্লকের প্রত্যন্ত পাহাড়তলীর শিরিঙ্গি গ্রামে শবর জনজাতির মানুষদের সঙ্গে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নেন তিনি। কচি-কাঁচারা সঙ্গে মেতে ওঠেন উৎসবের মেজাজে। ‌ এ বিষয়ে বলরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিক আনসারী বলেন , তিনি তাঁর জন্মদিন শবর জনজাতির মানুষদের সঙ্গে পালন করলেন। নিজের কর্মব্যস্ততা থেকে বিরতি নিয়ে কিছুটা সময় তাদের সঙ্গে কাটালেন। এভাবে জন্মদিন পালন করে তার ভীষণই ভাল লেগেছে।

advertisement

আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর

View More

আরও পড়ুন- থামছিল না রক্তক্ষরণ, মাতৃগর্ভেই হতে পারত মৃত্যু, লড়াই করে জন্ম শিল্পার! তারপর…

উপপ্রধানের এই উদ্যোগ নজর কেরেছে বলরামপুরবাসীদের। এইদিন উপপ্রধানের সঙ্গে তাঁর জন্মদিন পালনের উৎসবে বেশ কয়েকজন বন্ধু-বান্ধবও উপস্থিত ছিলেন। সমাজে পিছিয়ে পড়া জনজাতিদের মধ্যে নাম উঠে আসে শবর জনজাতির মানুষদের। ‌আজও বহু ক্ষেত্রে তারা বঞ্চিত , লাঞ্ছিত। সেই জনজাতির মানুষদের সঙ্গে নিজের জন্মদিনের মুহূর্ত কাটালেন বলরামপুর গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান রফিক আনসারী। একপ্রকার নজির সৃষ্টি করলেন তিনি। তার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : অভিনব কায়দায় জন্মদিন পালন, নজির সৃষ্টি করলেন বলরামপুরের উপপ্রধান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল