শনিবার বলরামপুর ব্লকের প্রত্যন্ত পাহাড়তলীর শিরিঙ্গি গ্রামে শবর জনজাতির মানুষদের সঙ্গে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নেন তিনি। কচি-কাঁচারা সঙ্গে মেতে ওঠেন উৎসবের মেজাজে। এ বিষয়ে বলরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিক আনসারী বলেন , তিনি তাঁর জন্মদিন শবর জনজাতির মানুষদের সঙ্গে পালন করলেন। নিজের কর্মব্যস্ততা থেকে বিরতি নিয়ে কিছুটা সময় তাদের সঙ্গে কাটালেন। এভাবে জন্মদিন পালন করে তার ভীষণই ভাল লেগেছে।
advertisement
আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর
আরও পড়ুন- থামছিল না রক্তক্ষরণ, মাতৃগর্ভেই হতে পারত মৃত্যু, লড়াই করে জন্ম শিল্পার! তারপর…
উপপ্রধানের এই উদ্যোগ নজর কেরেছে বলরামপুরবাসীদের। এইদিন উপপ্রধানের সঙ্গে তাঁর জন্মদিন পালনের উৎসবে বেশ কয়েকজন বন্ধু-বান্ধবও উপস্থিত ছিলেন। সমাজে পিছিয়ে পড়া জনজাতিদের মধ্যে নাম উঠে আসে শবর জনজাতির মানুষদের। আজও বহু ক্ষেত্রে তারা বঞ্চিত , লাঞ্ছিত। সেই জনজাতির মানুষদের সঙ্গে নিজের জন্মদিনের মুহূর্ত কাটালেন বলরামপুর গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান রফিক আনসারী। একপ্রকার নজির সৃষ্টি করলেন তিনি। তার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
শমিষ্ঠা ব্যানার্জি