Shilpa Shetty: থামছিল না রক্তক্ষরণ, মাতৃগর্ভেই হতে পারত মৃত্যু, লড়াই করে জন্ম শিল্পার! তারপর...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shilpa Shetty: জন্মানোর আগে থেকেই লড়াই শুরু হয় অভিনেত্রীর৷ মায়ের গর্ভেই নাকি মৃত্যু হতে পারত শিল্পার৷ এমনকী শিল্পার মা-কে গর্ভপাতেরও পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা৷
advertisement
advertisement
advertisement
advertisement
অভিনেত্রীর কথায়, অন্তঃসত্বা হওয়ার প্রায় ছয় মাস ধরে রক্তক্ষরণ হয়েছিল মায়ের৷ যার কারণেই গর্ভপাতেরও পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা৷ কিন্তু সব বাধা পেরিয়ে পৃথিবীর আলো দেখেছেন শিল্পা৷ অভিনেত্রীর মা মনে করেন আমার জন্মের পিছনে অন্য কোনও কারণ রয়েছে৷ তবে বর্তমানে দুই সন্তানের মা শিল্পাকেও এই গর্ভপাতের যন্ত্রণা সহ্য করতে হয়েছে৷