ব্যানার ফেস্টুন সহযোগে ও মাইকিং-এর মাধ্যমে পায়ে হেঁটে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার অভিযান চালানো হয় এই দিন। প্রচার অভিযানের বিষয়ে এমএসভিপি ড. সুকমল বিষয়ী বলেন, অঙ্গদান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা থাকা দরকার। মানুষ যাতে বুঝতে পারে তার মৃত্যুর পর অঙ্গ দানের ফলে অন্য একটি প্রাণ বেঁচে যেতে পারে। পুরুলিয়া জেলায় অঙ্গদানের জন্য এখনো পর্যন্ত যথাযথ পরিকাঠামো তৈরি হয়নি।
advertisement
আরও পড়ুনঃ সদ্যোজাত শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য রঘুনাথপুরে!
ফলে কেউ যদি অঙ্গদান করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে স্টেট লেভেলের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তা করা সম্ভব হবে। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই র্যালির আয়োজন করা হয়েছে। এই প্রচার অভিযানের সি এম ও এইচ ড. কুনাল কান্তি দে, এমএস ভিপি ড. সুকোমল বিষয়ি, মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীরা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Sharmistha Banerjee Bairagi