জানা গিয়েছে, অধিকাংশ অভিভাবক তাদের শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠানো বন্ধ করে দিয়েছে। বারবার প্রশাসনের দারস্ত হয়েও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় ৫০ জন পড়ুয়া রয়েছে। এখানে ৫ বছর পর্যন্ত শিশুদের পুষ্টিকর খাবার, লেখাপড়ার ব্যবস্থা করা হয় এরই পাশাপাশি প্রতি বৃহস্পতিবার গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এহেন করুন দশায় পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। মুখ ফিরিয়ে নিয়েছেন বহু প্রসূতি মহিলারা।
advertisement
আরও পড়ুনঃ শিশু অধিকার দিবসের সমাপ্তি অনুষ্ঠান পালিত হল জেলাশাসক দফতরে
২০১৮ সালে তৎকালীন আড়শা ব্লকের বিডিও অমিত গায়েন অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করে গিয়েছিলেন। তারপরেও হাল ফেরেনি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। এতগুলো বছর কেটে গেলেও হয়নি কোনো সংস্কার। বর্তমানে পরিস্থিতি আরো দুর্বিসহ হয়ে উঠেছে। কবে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল ফিরবে? কবে প্রশাসন উদ্যোগ নেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বাচ্চাদের উপযোগী করার জন্য সেদিকেই তাকিয়ে রয়েছেন অভিভাবকেরা।
Sharmistha Banerjee Bairagi