Purulia News: শিশু অধিকার দিবসের সমাপ্তি অনুষ্ঠান পালিত হল জেলাশাসক দফতরে

Last Updated:

গত ১৪ নভেম্বর থেকে আগামী ২০ শে নভেম্বর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে।আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে জেলা জুড়ে নানান কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সপ্তাহব্যাপী অনুষ্ঠিত শিশু অধিকার দিবসের জেলা স্তরের সমাপ্তি অনুষ্ঠান হল পুরুলিয়া জেলা শাসক দফতরের কনফারেন্স হলে।

+
title=

#পুরুলিয়া : গত ১৪ নভেম্বর থেকে আগামী ২০ শে নভেম্বর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে। আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে জেলা জুড়ে নানান কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সপ্তাহব্যাপী অনুষ্ঠিত শিশু অধিকার দিবসের জেলা স্তরের সমাপ্তি অনুষ্ঠান হল পুরুলিয়া জেলা শাসক দফতরের কনফারেন্স হলে। শিশুদের সুরক্ষ, শিশুশ্রম, স্কুল ছুট প্রভৃতি রুখতে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল শিশুরা যাতে স্কুল ছুট না হয় সে বিষয়ে নজরদারি করা। বিভিন্ন জায়গার ব্লক স্তরে শিশুরা ও হোমে থাকা শিশুরা সম্প্রতি একটি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
সেই সকল উত্তীর্ণ শিশুদের পুরস্কার বিতরণ করা হয় এই দিনের অনুষ্ঠানে। শুধুমাত্র আইনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা যাবে না মানুষকেও সচেতনতা সাথে এগিয়ে আসতে হবে শিশু শ্রম বন্ধ করার উদ্দেশ্যে বলে জানান ডেপুটি লেবার কমিশনার অঙ্কন চক্রবর্তী। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রমিকদের স্বার্থে বিকল্প আর্থিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে। সরকারের পক্ষ থেকে যদি শ্রমিকদের শিশুদের দেখভালের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে শিশুশ্রম কিছুটা হলেও রোধ করা যাবে।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েত নির্বাচন পূর্বে 'চলো গ্রামে যাই' কর্মসূচি
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক প্রণব কুমার ঘোষ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব দেবাশীষ সাঁতরা, জেলা শিশু সুরক্ষা দফতরের আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিশুশ্রম রুখতে এই দিন পথনাটিকার মাধ্যমে বিশেষ বার্তা প্রদান করা হয় মানুষের মধ্যে।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: শিশু অধিকার দিবসের সমাপ্তি অনুষ্ঠান পালিত হল জেলাশাসক দফতরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement