Purulia News: পঞ্চায়েত নির্বাচন পূর্বে 'চলো গ্রামে যাই' কর্মসূচি

Last Updated:

সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে পুরুলিয়া জেলায় শুরু হয়েছে 'চলো গ্রামে যাই' কর্মসূচি। পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় চলছে এই কর্মসূচি। বৃহস্পতিবার পুরুলিয়া বাগমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের তুন্তুরী গ্রামে অনুষ্ঠিত হয় চলো গ্রামে যাই কর্মসূচি।

+
title=

#পুরুলিয়া : সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে পুরুলিয়া জেলায় শুরু হয়েছে 'চলো গ্রামে যাই' কর্মসূচি। পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় চলছে এই কর্মসূচি। বৃহস্পতিবার পুরুলিয়া বাগমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের তুন্তুরী গ্রামে অনুষ্ঠিত হয় চলো গ্রামে যাই কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে ব্যাপকভাবে মহিলাদের উপস্থিত হতে লক্ষ্য করা যায়। এই কর্মসূচিতে উপস্থিত থেকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা নমিতা সিং মুড়া বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন।
তার মধ্যে রয়েছে লক্ষীর ভান্ডার, রুপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, তপসিলী বন্ধু সহ একাধিক প্রকল্প। মুখ্যমন্ত্রীর তৈরি করা এই সকল জনমুখী প্রকল্প গুলোর সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য এই কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই প্রকল্প গুলো সকলের পেয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। যাতে এই সকল প্রকল্পের সুবিধা সকলেই পায় তার জন্য তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত রকমের সহায়তা করা হবে বলে জানান তিনি।
advertisement
আরও পড়ুনঃ করুন অবস্থা বলরামপুর ব্লকের স্বাস্থ্য ব্যবস্থার! তৎপর হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি
এদিনের এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন রাজ্য মহিলা তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নমিতা সিং মুড়া, ব্লক সভানেত্রী ইন্দুমতি মাহাত সহ ব্লক ও অঞ্চল মহিলা নেত্রীত্বরা। পঞ্চায়েত ভোটের পূর্বে মানুষদের সুবিধা অসুবিধা কথা জানতেই এই চল গ্রামে যাই কর্মসূচির উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। সদা সর্বদা মানুষের পাশে থাকার জন্য প্রচেষ্টা করে চলেছে তৃণমূল নেতৃত্বরা।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: পঞ্চায়েত নির্বাচন পূর্বে 'চলো গ্রামে যাই' কর্মসূচি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement