TRENDING:

Maha Shivratri 2023|| কীভাবে আবির্ভূত হয়েছিলেন আনাড়া বাবা! কবে তৈরি হল বানেশ্বর ধাম, জানুন ইতিহাস

Last Updated:

Maha Shivratri 2023: আনাড়া বাবা বানেশ্বর ধামের আবির্ভাবের পেছনে রয়েছে এক বড় ইতিহাস জেনে নিন এক নজরে। ‌

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বাঙালির বারো‌‌ মাসেই তেরো‌ পাবন। এই তেরো পার্বণের অন্যতম পার্বণ মহা শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি। শিব পুরাণ অনুসারে, শিবরাত্রির দিন শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন ও এই দিনেই দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল। তাই মহা সমারোহের সঙ্গে পালিত হয় এই মহা শিবরাত্রির ব্রত।
পুরুলিয়ার অন্যতম বাবা বানেশ্বর ধাম
পুরুলিয়ার অন্যতম বাবা বানেশ্বর ধাম
advertisement

পশ্চিমবঙ্গের বিভিন্ন শিব মন্দির গুলিতে শিব ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এই দিনটিতে। নিষ্ঠাভরে পুজো দিতে দেখা যায় ৮ থেকে ৮০ সকলকেই। পুরুলিয়া শতাব্দী প্রাচীন একটি মন্দির আনারা বাবা বানেশ্বর ধাম। পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত এই মন্দির। শনিবার সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে কয়েক হাজার ভক্তের সমাগম হয় পুরুলিয়ার এই প্রাচীন মন্দিরটিতে। শুধু পুরুলিয়া জেলা নয়, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু পুণ্যার্থীরা এই মন্দিরে ছুটে আসেন মহা শিবরাত্রির পুজো উপলক্ষে।

advertisement

আরও পড়ুনঃ পলাশের রঙ দেখতে দেখতে মোমো খেতে চান? পুরুলিয়ার সেরা মোমোর দোকান এখন এটাই

কথিত আছে, এই মন্দিরে ভক্তি ভরে পুজো দিলে সমস্ত মনোবাসনা পূরণ হয় ভক্তদের। তাই দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন আনারা বাবা বানেশ্বর ধামের মন্দিরে পুজো দিতে। বিগত দু-বছরে করোনার কারণে ভক্ত সমাগম কিছুটা কম হলেও করোনা আবহাওয়া কেটে যাওয়ার ফলে আবারও ভক্তদের ঢল নেমেছে এ বছর।

advertisement

View More

এই মন্দিরেরই এক সেবাইত সজল দেহঘড়িয়া জানিয়েছেন, এককালে জঙ্গলে পরিপূর্ণ ছিল মন্দির চত্বর। আনারা বাবা বানেশ্বর পাতাল ফোঁড় তিনি স্বয়ম্ভু মাটি ফুঁড়ে তিনি উঠেছেন। পাতকুমের মহারাজ স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির স্থাপন করেন। পরবর্তী দিনে কাশিপুরের মহারাজ এই মন্দির সংস্করণ করেন। মন্দির পরিচালনার জন্য সমস্ত ব্যবস্থা করেছিলেন কাশীপুরের মহারাজ। পরবর্তীকালে উত্তর কাশি থেকে একজন সাধু আসেন স্বামী শিবানন্দপুরী মহারাজ। তিনি এই মন্দিরে এসে মন্দির সংস্কার করে মন্দিরটিকে সুন্দর করে সাজিয়ে তোলেন।

advertisement

বর্তমানে দুটি ভাগে বিভক্ত রয়েছে মন্দির পরিচালনা কমিটি। দেহঘড়িয়া কমিটি যারা বানেশ্বরের সেবার কাজে জড়িত থাকেন ও অপরটি হল চক্রবর্তী ষোলআনা কমিটি যারা মন্দিরের পারিপার্শ্বিক দায়িত্বভার নেন। ভক্ত সমাগম সামাল দিতে পুলিশ প্রশাসনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ভাবেই বছরের পর বছর ধরে চলে আসছে আনারা বাবা বানেশ্বর ধামের আরাধনা।

advertisement

বহু প্রাচীন মন্দির রয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। আনারা বাবা বানেশ্বর ধাম তার মধ্যে অন্যতম। বানেশ্বর ধান ছাড়াও চিড়কা গৌরিনাথ ধাম, বেড়াদা শিব মন্দির, লহরিয়া শিব মন্দির গুলি অন্যতম। সমস্ত জায়গাতেই শিবরাত্রির দিন ভোর থেকে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভক্তদের ভিড় সামাল দেওয়ার জন্য।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Maha Shivratri 2023|| কীভাবে আবির্ভূত হয়েছিলেন আনাড়া বাবা! কবে তৈরি হল বানেশ্বর ধাম, জানুন ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল