ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রঘুনাথপুর পৌরসভা এলাকার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব বাগদী। তিনি বলেন, সম্ভবত হাসপাতাল থেকে কেউ বাচ্চাটিকে এনে এখানে ফেলে রেখে গেছে। এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় এতে পরিবেশ নষ্ট হচ্ছে। মানুষের মনে নেতিবাচক প্রভাব পড়ছে। এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে কখনোই না ঘটে সেটাই সকলের কাম্য।
advertisement
আরও পড়ুনঃ বরাত জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গৃহস্থের সদস্যরা!
শিশুটির পরিচয় খুঁজে বের করে ঘটনার সঠিক তদন্ত হোক দাবী রাখেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। মৃত সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় রঘুনাথপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। তদন্তের পরেই পরবর্তী দিনে ঘটনার আসল কারণ জানা যাবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
advertisement
Sharmistha Banerjee Bairagi
Location :
First Published :
November 30, 2022 1:03 PM IST