Purulia News: বরাত জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গৃহস্থের সদস্যরা!

Last Updated:

কথায় আছে রাখে হরি তো মারে কে? বরাত জোরে প্রাণে বাঁচলো গৃহস্থের সদস্যরা। বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী দশ চাকার ট্রাক বান্দোয়ান থানার শিরিশ গোড়া গ্রামের একটি বাড়ির দেওয়াল ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

#পুরুলিয়া : কথায় আছে রাখে হরি তো মারে কে? বরাত জোরে প্রাণে বাঁচলো গৃহস্থের সদস্যরা। বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী দশ চাকার ট্রাক বান্দোয়ান থানার শিরিশ গোড়া গ্রামের একটি বাড়ির দেওয়াল ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সূত্র মারফত জানা গিয়েছে, কুইলাপাল থেকে বান্দোয়ানের উদ্দেশ্যে যাচ্ছিল ওই দশ চাকার ট্রাকটি। ট্রাকের গতি বেগ অনেক বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। যে বাড়িতে ট্রাকটি গিয়ে ধাক্কা মারে সেটি একটি শহীদের বাড়ি। ১৯৮৭ সালের শ্রীলঙ্কার যুদ্ধে শহীদ হয়েছিলেন মহারাজ শহিস। তারই বাড়ি এটি। বাড়ির বর্তমান মালিক শারীরিকভাবে প্রতিবন্ধী।
যার ফলে তার পক্ষে নতুন করে বাড়ি বানানো অথবা বাড়ি মেরামত করা কোনটাই সম্ভব না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। হতাহতের কোন ঘটনা না ঘটলেও বাড়িটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ। কথা বলেন বাড়ির মালিকের সঙ্গে। বাড়ির মালিকের দাবি, তাকে বাড়ি মেরামতের জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনার পর বহু উৎসুক মানুষ ভিড় জমায় ওই বাড়ির সামনে।
advertisement
আরও পড়ুনঃ একাধিক দাবিতে সাঁতুরি থানা ঘেরাও বাউরি সমাজের
ঘটনাকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়েছে। কপাল জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাড়ির সদস্যরা। শীতের দিনে কি করে তারা ওই ভাঙ্গা বাড়ির মধ্যে থাকবে সেই নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বাড়ির সদস্যরা‌‌। এলাকাবাসীদেরও দাবি গাড়ির মালিক কে ওই গৃহস্থ বাড়িটি মেরামত করে দিতে হবে। তা না হলে চরম সমস্যার মধ্যে পড়তে হবে বাড়ি সদস্যদের।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: বরাত জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গৃহস্থের সদস্যরা!
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement