Purulia News: একাধিক দাবিতে সাঁতুরি থানা ঘেরাও বাউরি সমাজের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পশ্চিমবঙ্গ বাউরী সমাজ কল্যাণ সমিতির সাঁতুরি ব্লক কমিটি উদ্যোগে জাতিগত হেনস্তা বন্ধ, অবৈধ কয়লা বালি উত্তোলন সহ একাধিক দাবিতে পুরুলিয়া জেলার সাতুরিয়া থানায় অবস্থান বিক্ষোভ পালন করা হয়।
#পুরুলিয়া : পশ্চিমবঙ্গ বাউরী সমাজ কল্যাণ সমিতির সাঁতুরি ব্লক কমিটি উদ্যোগে জাতিগত হেনস্তা বন্ধ, অবৈধ কয়লা বালি উত্তোলন সহ একাধিক দাবিতে পুরুলিয়া জেলার সাতুরিয়া থানায় অবস্থান বিক্ষোভ পালন করা হয়। বুধবার বাউরী সমাজের মহিলা ও পুরুষেরা হাতে হ্যান্ড বিল নিয়ে সাতুরিয়া থানার সামনে প্রতিবাদ মিছিলে সামিল হয়। এইদিন সাতুরিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা।
পাশাপাশি এইদিন তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় সাতুরিয়া থানায়। একাধিকবার বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ দায়ের করা হলেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তারা। এছাড়াও তারা বলেন বিভিন্ন ক্ষেত্রে বাউরী সম্প্রদায়ের মানুষেরা থানায় হেনস্তার শিকার হয়, বহু ক্ষেত্রে তাদের সমস্যা সমাধান করা হয় না। তাই বাধ্য হয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রক্তের ঘাটতি মেটাতে অভিনব ভূমিকা পালন করল সোশ্যাল মিডিয়া
আগামী দিনে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্বরা। এই দিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউরী সমাজ কল্যাণ সমিতির সাঁতুরি ব্লক সভাপতি গৌরাঙ্গ বাউরী সহ অন্যান্য নেতা-কর্মীরা। আগামী দিনে তাদের সমস্যা সমাধান হবে এমনই আশা রেখেছেন সংগঠনের সদস্যরা।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
Location :
First Published :
November 23, 2022 8:40 PM IST