এবার তমলুক ব্লকের ৬ নম্বর জেলা পরিষদের আসনে তৃণমূলের আলেমারা বিবি এবং সিপিআইএমের প্রার্থী এসেমা তারা খাতুনের সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন প্রিয়াঙ্কা। বাংলার উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যেই সকাল থেকে রাত্রি প্রচারে ঝড় তুলছেন। সঙ্গে কর্মী সমর্থক নেহাত কম নেই।
আরও পড়ুন : যদি পরকীয়া করে! স্ত্রীকে পড়াশোনা করে সরকারি চাকরিতে যোগ দিতে দেবেন না স্বামী!
advertisement
বর্তমান সময়ে যখন রাজনীতিতে সেভাবে আসতে চাইছে না যুব সমাজ, সেখানে প্রিয়াঙ্কার এইভাবে প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এক নজির তৈরি হয়েছে। বাবা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত থাকলেও মেয়ে প্রিয়াঙ্কা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন। এ বছর এলাকায় জেলা পরিষদের মহিলা প্রার্থী তিনি। বাবা প্রার্থী হওয়ার কথা বলেন। বাবার কথা অমান্য করতে না পেরেই ভোটের ময়দানে নামা। কম বয়স হওয়ায় প্রথম প্রথম নার্ভাস লাগছিল। কিন্তু এলাকার মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে মনোবল অনেকটাই বেড়েছে, নার্ভাসনেস কেটেছে। জেতার দিক দিয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলে জানান প্রিয়াঙ্কা।