আরও পড়ুন: ‘যাদবপুরে র্যাগিং আটকাতে যা যা করণীয় তাই করুন’, উপাচার্যকে কড়া নির্দেশ আচার্য বোসের
থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীরদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়। এছাড়া অস্ত্রোপচার বা দুর্ঘটনা জনিত কারণেও প্রচুর রক্তের দরকার পড়ে। অথচ রক্ত কোনও কারখানায় তৈরি করা যায় না। একমাত্র মানুষ এগিয়ে এসে স্বেচ্ছায় দান করলে তবেই রক্তের চাহিদা মেটে। কিন্তু জন্য দিন দিন বাড়ছে রক্তের সঙ্কট। রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে তীব্র হয়েছে আকাল। এই পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে ১৭১ কিলোমিটার পথ হেঁটে সকলকে সচেতন করার অভিনব উদ্যোগ শেখ সাজিসের।
advertisement
সাধারণ মানুষ যাতে আরও বেশি করে রক্তদানে এগিয়ে সেই উদ্দেশ্যেই পায়ে হেঁটে ‘রক্তদান মহান-দান’ প্রচারে বেরোল পূর্ব মেদিনীপুরের এই যুবক। তিনি নিজে নিয়মিত রক্তদান করেন। জানা গিয়েছে, সাজিস বিষ্ণুপুরে পৌঁছে এক বৃহৎ রক্তদান শিবিরে যোগদান করবেন। যাত্রাপথে যত মানুষের সঙ্গে দেখা হবে তাঁদেরকে রক্তদান করতে উৎসাহিত করবেন।
সৈকত শী