আনন্দমার্গের স্পিরিচুয়াল স্পোর্টস এন্ড এডভেঞ্চার অফ ক্লাবের বাংলার বিভিন্ন জেলা জুড়ে ফুটবল ট্রায়াল উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন শ্রী শঙ্করলাল চক্রবর্তী, প্রাক্তন মোহনবাগান কোচ, শ্রী সূর্যবিকাশ চক্রবর্তী, প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় এবং আরও অনেক প্রাক্তন ফুটবলার। কাকগেছিয়ার জনতা ময়দানে দুপুরে একটি ট্রায়ালের ব্যবস্থা করা হয় পূর্ব মেদিনীপুর জেলার ছেলেদের জন্য। এই ট্রায়ালে উপস্থিত ছিলেন, শ্রী প্রবীর ঘোষ, শ্রী কার্তিক সরকার, শ্রী জয়ন্ত রাহা সহ প্রাক্তন ফুটবল খেলোয়াড়রা।
advertisement
আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
আগামীদিনে ফুটবল খেলাকে সামনে রেখে যাতে ছেলেরা তাদের ভবিষ্যৎ উন্নত করতে পারে সেই কারণেই এই ফুটবল ট্রায়াল হয়। এদিনের খেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০ জন ছাত্র ফুটবল খেলার জন্য অংশগ্রহণ করেন। এই ফুটবল ট্রায়াল খেলায় সহযোগিতা করেন স্থানীয় সেবক সংঘ ক্লাবের সদস্যরা।
Saikat Shee